8.4 C
London
April 20, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যকে এগিয়ে নেওয়ার নতুন প্রত্যয়ে কাজ করছেন যুক্তরাজ্য প্রধানমন্ত্রী

ঋষি সুনাকের দৃষ্টি বিজ্ঞান ও প্রযুক্তিতে যুক্তরাজ্যকে সুপার পাওয়ার করে গড়ে তোলা।

£৩৬০ মিলিয়ন পরিকল্পনার অধীনে ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্য একটি প্রযুক্তি এবং বিজ্ঞানের সুপার পাওয়ার হয়ে উঠবে বলে ধারনা করেন যুক্তরাজ্য প্রধানমন্ত্রী।

বর্তমান সরকার কর্তৃক ঘোষিত একটি পরিকল্পনার অধীনে এই দশকের শেষ নাগাদ যুক্তরাজ্য একটি প্রযুক্তি ও বিজ্ঞানের পরাশক্তি হবে বলে ঋষি আশাবাদ ব্যক্ত করেন।

জাতিকে এগিয়ে নিতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি পরিকল্পনার উপর সরকারকে £৩৬০ মিলিয়ন খরচ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ডিএনএ-তে কয়েক দশক ধরে বিজ্ঞান ও উদ্ভাবনা রয়েছে। ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বিশ্বে গতিশীলতা এবং নেতৃত্ব দিয়ে এগিয়ে থাকতে হবে। আমরা যত বেশি উদ্ভাবন করব, ততই আমরা আমাদের অর্থনীতির উন্নতি করতে পারব।”

 

ঋষি সুনাকের পরিকল্পনার মধ্যে রয়েছে গবেষণা ও উন্নয়নে বেসরকারি ও সরকারি বিনিয়োগ বাড়ানো। তিনি ব্রিটেনে শীর্ষ প্রতিভা আকৃষ্ট করার প্রচেষ্টার অংশ হিসাবে বিশেষজ্ঞদের “সেরা ভৌত এবং ডিজিটাল অবকাঠামো”  নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

 

এম.কে

০৭ মার্চ ২০২৩

আরো পড়ুন

পাসপোর্ট রিনিউ করতে পারবে বাংলাদেশি পরিচয়ে সৌদিতে যাওয়া রোহিঙ্গারা!

অনলাইন ডেস্ক

ইউরোপ ভ্রমণের জন্য নাগরিকদের ই-গেইট ব্যবহারের চুক্তি করতে উদগ্রীব যুক্তরাজ্য

আইসল্যান্ড সুপারমার্কেটে বয়স্কদের জন্য ডিসকাউন্ট

অনলাইন ডেস্ক