যুক্তরাজ্যের ইস্ট লন্ডন মসজিদে বোম এলার্ট দেওয়া হয়েছে। বোম এলার্ট দেওয়ার সাথে সাথেই আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে দ্রুত প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায় বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম।
পুলিশ সম্ভাব্য হুমকি মোকাবেলায় মসজিদের আশেপাশের পুরো অঞ্চলটি বন্ধ করে দেয়।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে কাউকে মসজিদ প্রাঙ্গনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। তাছাড়া সুরক্ষা ব্যবস্থার অংশ হিসাবে মসজিদের ভিতরে থাকা প্রত্যেকটি বস্তুর অনুসন্ধান অপারেশন অব্যাহত রয়েছে।
পূর্ব লন্ডনের মসজিদ কমিটি সালাতুল মাগরিবের নামাজ বাতিল করে এবং দুর্ভাগ্যজনক বাতিলকরণের বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি প্রকাশ করেছে। তারা বিবৃতিতে জানায়, চলমান জরুরি অবস্থার কারণে সালাতুল মাগরিবের নামাজের ব্যবস্থা মসজিদে আয়োজন করা সম্ভব হয় নাই।
কর্তৃপক্ষ সাধারণ জনগণকে এই এলাকা এড়িয়ে চলতে অনুরোধ করেছে এবং আইন প্রয়োগকারী সংস্থার লোকেদেরকে সকল ধরনের সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
এম.কে
০৮ ডিসেম্বর ২০২৩