10.7 C
London
May 18, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের কারাগারে ধর্ষকের সাথে প্রেম, কারাগারেই ৪০ বার শারীরিক মিলন

যুক্তরাজ্যের ডরসেটের পোর্টল্যান্ডে অবস্থিত এইচএমপি দ্য ভার্ন কারাগারে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে এক নারী কারারক্ষী তার দায়িত্বকালীন সময়ে ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত এক কয়েদির সঙ্গে বারবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ ঘটনায় অভিযুক্ত চেরি-অ্যান অস্টিন-স্যাডিংটন (২৯), যিনি তিন সন্তানের জননী, তার শারীরিক অসুস্থতার কারণে জেল এড়ালেও পাবলিক অফিসে চরম অসদাচরণের অভিযোগে দোষী সাব্যস্ত হন।

ঘটনার সূচনা ২০১৯ সালে, যখন অস্টিন-স্যাডিংটন এইচএমপি দ্য ভার্ন-এ কাজ শুরু করেন। এরপর ২০২২ সালে সেখানে স্থানান্তর হন ‘চরম বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত ধর্ষক ব্র্যাডলি ট্রেঙ্গ্রোভ (৩১)। কয়েক মাসের মধ্যেই তাদের মধ্যে গোপন সম্পর্ক গড়ে ওঠে এবং তারা প্রায় ৩০ থেকে ৪০ বার প্রিজন ওয়ার্কশপে গোপনে শারীরিক সম্পর্কে মিলিত হন।

প্রেমে অন্ধ হয়ে চেরি-অ্যান মোবাইল ফোন গোপনে ধর্ষণের দন্ডপ্রাপ্ত অপরাধীর কাছে চালান করে দেন, যাতে তারা নিয়মিত যোগাযোগ রাখতে পারে। একপর্যায়ে তিনি গর্ভবতীও হন, তবে ৮ সপ্তাহের মাথায় গর্ভপাত হয়। এরপরও তিনি আবারও গর্ভধারণের পরিকল্পনা করেন—এবার এক অভিনব উপায়ে। ট্রেঙ্গ্রোভের শুক্রাণু ক্লিং ফিল্মে মুড়ে একটি সিরিঞ্জের মাধ্যমে কারাগার হতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন চেরি-অ্যান। ওই সময়কার একটি পরিদর্শনের সময় তার বক্ষবন্ধনীর ভিতর থেকে সিরিঞ্জটি উদ্ধার করা হয়।

ধর্ষণের দায়ে অভিযুক্ত ট্রেঙ্গ্রোভকে পরে দ্য ভার্ন কারাগার হতে স্থানান্তর করে চ্যানিংস উড কারাগারে পাঠানো হয়। সেখানেও চেরি-অ্যান ভুয়া নাম ব্যবহার করে সাক্ষাৎ করতে যান এবং আপত্তিকর ছবি পাঠান। এসব ছবি কারাগারের কর্মকর্তারা জব্দ করেন।

অবশেষে ২০২৩ সালের মে মাসে গ্রেপ্তার হন চেরি-অ্যান। কিন্তু ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে—তিনি মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়ে হুইলচেয়ার-নির্ভর হয়ে পড়েন। তার আইনজীবী দাবি করেন, তিনি এখন একজন সম্পূর্ণ ভিন্ন মানুষ—মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং নিজ অপরাধের জন্য অনুতপ্ত।

বিচারক জনাথন ফুলার কেসি বলেন, “কারারক্ষীদের কাছে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রত্যাশা করা হয়। এই ধরনের বিশ্বাসভঙ্গ কারাগারের নিরাপত্তা, বন্দিদের জীবন ও জনসাধারণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু বর্তমান শারীরিক অবস্থার কারণে তাকে কারাবাসে পাঠানো হলো না।”

অপরদিকে, ব্র্যাডলি ট্রেঙ্গ্রোভ, যার বিরুদ্ধে এর আগেও ধর্ষণ ও শিশুর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে ১৩ বছরের জেল ছিল, তাকে আরও ২ বছর ৩ মাসের অতিরিক্ত সাজা দেওয়া হয়।

মামলার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক সংগঠিত অপরাধ ইউনিটের ডিটেকটিভ ইনস্পেক্টর আলাস্টেয়ার কুইন বলেন, “ কারা-দুর্নীতির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি। যারা বন্দিদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন বা সহায়তা করেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

সূত্রঃ মিরর

এম.কে
১৮ মে ২০২৫

আরো পড়ুন

আগামী মাস থেকে ব্রিটিশ পাসপোর্টের ফি বাড়ছে

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে বাঙালি পাড়ায় সাঁড়াশি অভিযান, আতঙ্ক

করোনা ভাইরাস নিয়ে প্রচলিত গুজব