বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া এবং যুক্তরাজ্যে নতুন ও অধিক সংক্রামক করোনা ভাইরাসের সংক্রামণ রোধ করতে সরকারের ট্র্যাফিক লাইট ভ্রমণ পরিকল্পনা ব্যর্থ হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
বর্তমানে, ছুটি কাটাতে বিদেশে ভ্রমণ অবৈধ, শুধুমাত্র নির্দিষ্ট পরিস্থিতিতে বিদেশে ভ্রমণ করা যাবে। এছাড়া যুক্তরাজ্য যেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সেখান থেকে ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দাদের দেশে ফেরত আসার পর হোটেলে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয় এবং একাধিকবার করোনা ভাইরাস পরীক্ষা করাতে হয়।
সরকার বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা সহজ করার জন্য একটি ‘ট্র্যাফিক লাইট ভ্রমণ পরিকল্পনার’ করেছে। যার মাধ্যমে দেশগুলোর করোনা সংক্রমণের হার, করোনার নতুন রূপের সংক্রামণের হার, এবং দেশের টিকাদানের অবস্থানের ভিত্তিতে সবুজ, হলুদ বা লাল তালিকায় যুক্ত করা হবে।
সবুজ তালিকার দেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশ করলে তাদের উপর কোনো বিধিনিষেধ থাকবে না। হলুদ তালিকার দেশ থেকে আসলে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং লাল তালিকার দেশ থেকে আসলে হোটেলে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
ইমপিরিয়াল কলেজ লন্ডনের প্রফেসর রবিন শ্যাটক বলেন, ভ্রমণের জন্য ট্র্যাফিক লাইট ভ্রমণ পরিকল্পনা খুবি ঝুঁকিপূর্ণ হতে পারে। তিনি বলেন, এটি করোনার নতুন রূপগুলো আটকাতে ব্যর্থ হতে পারে।
তিনি আরো বলেন,যদিও আন্তর্জাতিক ভ্রমণকে চিরকালের জন্য আটকিয়ে রাখা যায় না তবে যুক্তরাজ্যে আগত সকলকেই হোটেল কোয়ারেন্টাইনে রাখা উচিত।
সূত্র: স্ট্যান্ডার্ড
৪ এপ্রিল ২০২১
এসএফ