TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের ডেপুটি প্রধানমন্ত্রী রেইনারের কর ফাঁকি কেলেঙ্কারি, লেবার সরকারে চাপ বাড়ল

ব্রিটেনের ডেপুটি প্রধানমন্ত্রী এঞ্জেলা রেইনার নিজের বাড়ি কেনা নিয়ে কর ফাঁকির অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অভিযোগ উঠেছে, তিনি সমুদ্রতীরবর্তী একটি ফ্ল্যাট কেনার সময় যথাযথ স্ট্যাম্প ডিউটি পরিশোধ করেননি।
রেইনার স্বীকার করেছেন, প্রায় আট লাখ পাউন্ড মূল্যের সেই সম্পত্তি কেনার সময় তিনি কর পরিশোধের নিয়ম পুরোপুরি মানেননি। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, তার এই স্বীকারোক্তি লেবার সরকারকে আরও অস্বস্তির মধ্যে ফেলেছে।

ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি জোরালো হয়েছে। সমালোচকেরা বলছেন, দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদে থেকে এ ধরনের আর্থিক অনিয়মের দায় এড়িয়ে যাওয়া সম্ভব নয়।

লেবার সরকার এর আগে টিউলিপ সিদ্দিক, রুশনারা আলীসহ বেশ কয়েকজন মন্ত্রী ও নেতাকে নিয়ে বিতর্কে পড়েছিল। রেইনারের ঘটনা সেই চাপকে আরও বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, এই পরিস্থিতি সামলানো এখন লেবার নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৪ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের অশালীন কাণ্ডে ক্ষুব্ধ ব্রিটেনঃ পর্নো ভিডিও কাণ্ডে তোলপাড়

যুক্তরাজ্যে নামাজ পড়ার বিপক্ষে আদালতের রায়

যুক্তরাজ্য ওয়েস্টমিনস্টার কাউন্সিলের বড় সিদ্ধান্তঃ সকল ভাড়াটিয়ার জন্য স্থায়ী ‘লাইফটাইম’ টেন্যান্সি চালু