21.2 C
London
July 12, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের দিকে ধেয়ে আসছে ধুলিঝড়

যুক্তরাজ্যের দিকে ধেয়ে আসছে বালু ঝড়। যুক্তরাজ্য মেট অফিস ইউকের দিকে ধেয়ে আসা বালু ঝড়ের একটি ছবি প্রকাশ করেছে।

মেট অফিস জানায় আফ্রিকা থেকে আটলান্টিকের দিকে ধেয়ে আসা বালু ঝড় এই সপ্তাহের শেষের দিকে আঘাত হানতে পারে যুক্তরাজ্যে।

আবহাওয়া এজেন্সির রিপোর্ট অনুসারে, কিছু ধূলিকণা সপ্তাহান্তে যুক্তরাজ্যের দিকে আসবে। জনগণকে বালু ঝড় হতে সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া অতিরিক্ত ধূলিকণার ফলে সূর্যোদয় দেরিতে হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। অতিরিক্ত এই ধুলিকণা যানবাহনে জমা হতে পারে।

তাছাড়া দক্ষিণাঞ্চলীয় বাতাস এই সপ্তাহের শেষের দিকে যুক্তরাজ্যের দিকে অতিরিক্ত ধুলো ঠেলে দিতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

এম.কে
২৭ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

নির্বাচনে ভরাডুবির দায় নিয়ে দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা ঋষি সুনাকের

যুক্তরাজ্যে একজন ব্রিটিশ নাগরিককে ডিপোর্টেসন আদেশ হতে রক্ষা করল আদালত

Day one remortgage 🏠 বিলেতে বাড়ি কেনাবেচা

অনলাইন ডেস্ক