4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের নির্বাচনে প্রভাব ফেলতে পারে মুসলিমদের ভোট

যুক্তরাজ্যের নির্বাচনে প্রভাব ফেলতে পারে মুসলিমদের ভোট। এমনটাই মনে করছেন বৃটিশ থিঙ্ক ট্যাঙ্ক হেনরি জ্যাকসন সোসাইটি (এইচজেএস)।

সম্প্রতি একটি নতুন বিশ্লেষণে দেখা গেছে, সারা দেশের সংখ্যাগরিষ্ঠ সুইং আসনে ব্রিটিশ মুসলিম ভোট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এইচজেএস-এর তথ্য অনুসারে, সাধারণ নির্বাচনে ২২০টি সর্বাধিক প্রান্তিক আসনের মধ্যে ইসলাম হলো সবচেয়ে বড় সংখ্যালঘু ধর্ম। এর মধ্যে ১২৯টিতে মুসলিমদের পরিমাণ ৫৮ দশমিক ৬ শতাংশ।

প্রান্তিক আসনে দ্বিতীয় বৃহত্তম সংখ্যালঘু ধর্ম হলো হিন্দু ধর্ম। ২২০টি আসনের মধ্যে ২৩টিতে হিন্দু ধর্ম ১০ দশমিক ৫ শতাংশ, তারপরে ছয়টি প্রান্তিক আসনে বৃহত্তম সংখ্যালঘু হলো শিখ ধর্ম। তাদের পরিমাণ ২ দশমিক ৭ শতাংশ। আর তিনটিতে বৃহত্তম সংখ্যালঘু হলো ইহুদি ধর্ম। তাদের পরিমাণ ১ দশমিক ৪ শতাংশ।

রাজনৈতিক পরামর্শদাতা ইলেক্টোরাল ক্যালকুলাস সুইং আসনগুলো চিহ্নিত করেছিলেন। এসব এমন প্রান্তিক আসন, যেখানে বিজয়ের ব্যবধান ১০ শতাংশ বা তার কম হবে বলে আশা করা হচ্ছে। সাধারণ নির্বাচনে ২২০টি প্রান্তিক আসন সর্বমোট আসনের এক তৃতীয়াংশ অর্থাৎ ৩৩ দশমিক ৮ শতাংশ।

সূত্রঃ দি নিউজ

এম.কে
২৮ জুন ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যের স্ট্যাম্প ডিউটি হলিডের সময়সীমা বাড়ছে

অনলাইন ডেস্ক

‘সন্ত্রাসবাদের কোনো শ্রেণিভেদ নেই, সবাই কঠোর শাস্তির দাবিদার’

অনলাইন ডেস্ক

ব্রেক্সিটের নিয়ম আতঙ্ক ছড়াচ্ছে ইইউ স্পাউসদের

নিউজ ডেস্ক