22.7 C
London
July 25, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে এক রাতে দুই মৃত্যু, রহস্যে ঢাকা ওয়ালটন রোডের ঘটনায় চাঞ্চল্য

পূর্ব লন্ডনের ইলফোর্ডে এক রাতে দুইজনের মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ওয়ালটন রোডে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের পর কাছাকাছি একটি বাড়িতে সশস্ত্র পুলিশ অভিযান চালায়। একই রাতে কাছেই ফেলব্রিজ রোডে এক যুবক ছুরিকাঘাতে নিহত হন।

 

বুধবার (২৩ জুলাই) ভোররাতে ওয়ালটন রোডে একটি পুরুষের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছেই মৃত ঘোষণা করা হয় প্রায় ৫০ বছর বয়সী ঐ ব্যক্তিকে। মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয় এবং এটি ‘অপ্রত্যাশিত মৃত্যু’ হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ভোর ৪টা ৪৬ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে জরুরি চিকিৎসা সরঞ্জামসহ একজন প্যারামেডিক ও একজন ইনসিডেন্ট অফিসার পাঠায়। কিন্তু উদ্ধারকাজ চালিয়েও ঐ ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার জেরে পুলিশ ওয়ালটন রোডের পাশে একটি বাড়ির দরজা ভেঙে অভিযান চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের হাতে ঢাল ও প্রতিরক্ষামূলক সরঞ্জাম ছিল এবং তারা পুরো এলাকা ঘিরে ফেলে। ঘটনাস্থলে এখনো ক্রাইম সিন কন্ট্রোল ঘেরা আছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে, একই রাতে কাছের ফেলব্রিজ রোডে ছুরিকাঘাতে নিহত হন ৩০ বছর বয়সী এক যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর দুইজন পুরুষ ও তিনজন নারীকে হত্যার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তারা একে অপরের পরিচিত বলে জানা গেছে, এবং ঘটনাটিকে ‘বিচ্ছিন্ন’ হিসেবে বিবেচনা করছে মেট।

ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর জোয়ানা ইয়র্ক বলেন, “এই ধরনের ঘটনা কমিউনিটিতে ভয় ও উদ্বেগ তৈরি করে, আমরা সেটা গভীরভাবে বুঝি। আমরা নিহতের পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি এবং স্থানীয়দের প্রতি অনুরোধ, কেউ যদি কিছু দেখে থাকেন বা কোনো তথ্য থাকে, পুলিশকে জানান।”

উল্লেখযোগ্যভাবে, এই দুইটি ঘটনার কারণে ইলফোর্ড এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে মেট অফিসাররা এলাকাজুড়ে অতিরিক্ত টহল দিচ্ছে। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, এবং উভয় ঘটনার সঙ্গে কোনো সংযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্রঃ দ্য মেট্রো

এম.কে
২৪ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের মসজিদগুলোকে পানশালায় পরিণত করার আহ্বান ফারাজের প্রচারণা শিবিরে

যুক্তরাজ্যে কঠোর হচ্ছে ইমিগ্রেশন আইন

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে বাড়ছে স্তন ক্যান্সার, গবেষণায় এসেছে নতুন দিক