5.3 C
London
December 19, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দেওয়া নতুন চাকুরীর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন স্যু গ্রে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের দেওয়া নতুন চাকুরীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন স্যু গ্রে বলে স্কাই নিউজের বরাতে জানা যায়। স্যু গ্রে’র মিত্রদের মতে চিফ অব স্টাফ পদ হতে হঠানোর পর নতুন কিছুতে যুক্ত হতে স্যু এই মূহুর্তে আগ্রহী নন।

স্কাই নিউজের রাজনৈতিক সম্পাদক বেথ রিগবিকে একটি সূত্র জানিয়েছে, সাবেক প্রধান রাজনৈতিক উপদেষ্টা এই মূহুর্তে দূত হিসেবে ভূমিকা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন।

সূত্রটি যোগ করেছে, ” স্যু এটি নিয়ে সঠিকভাবে ভাবার জন্য সময় নিয়েছেন, অংশীদারদের সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এই মূহুর্তে চাকুরীতে যোগ দিবেন না।”

গত মাসে স্যু গ্রে স্যার কেয়ারের প্রধান সহকারীর পদ থেকে পদত্যাগ করেন তার বিরুদ্ধে নেতিবাচক ব্রিফিংয়ের কারণে। তাছাড়া তার বেতন নিয়ে একটি বিতর্কও ছিল।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, ছোট বিরতির পরে গ্রে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর চাকুরীর প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন এবং “প্রধানমন্ত্রীর সমর্থনের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন”।

উল্লেখ্য যে, ৬ অক্টোবর পদত্যাগ করার সময় স্যু গ্রে বলেছিলেন, ” চিফ অব স্টাফের ভূমিকায় কাজ করা তার জন্য সম্মানের ছিল”, কিন্তু এটি স্পষ্ট হয়ে উঠেছে যে “আমার অবস্থান নিয়ে তীব্র মন্তব্য সরকারের গুরুত্বপূর্ণ পরিবর্তনের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই কারণেই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
১৩ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে দুই বাংলাদেশি গ্রেফতার, ৪০ হাজার পাউন্ড জরিমানা

গ্র‍্যাজুয়েট ভিসা স্কিমের পক্ষে মত দিয়েছে মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি

যুক্তরাজ্যে কমেছে বিয়ে, বেড়েছে ডিভোর্স