3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের ফার্মেসিতে স্তন ক্যান্সার সনাক্তকরণ যন্ত্র চালু করতে চায় ব্রিস্টল ইউনিভার্সিটি

ব্রিস্টল বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্মিত একটি নতুন রোবট দ্রুততম সময়ের ভিতরে স্তন ক্যান্সার নির্ণয় করতে সক্ষম। রোবটের কার্যক্রম পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে সহজে মানুষকে সুবিধা প্রদান করার জন্য সেগুলি স্থানীয় ফার্মাসিতে স্থান পেতে পারে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

রোবটের কার্যকারিতা পরীক্ষা করার জন্য সিলিকন স্তন ব্যবহার করে পরীক্ষা করা হয় বলে জানা যায়। এতে পরীক্ষা করে দেখা হয়েছে কত দ্রুত তারা লাম্প সনাক্ত করতে পারে।

গবেষকরা এমন একটি রোবট তৈরি করতে থ্রিডি প্রিন্টিং ব্যবহার করেছিলেন, যা মানুষের মতো একই প্রযুক্তিগত দক্ষতা রাখে।

প্রকল্পের টিম লিডার জর্জ জেনকিনসন বলেন, “আমরা আশা করি ভবিষ্যতে ক্যান্সার সনাক্তে দ্রুত পদক্ষেপ নিতে এটি সত্যিকারের সহায়ক হতে পারে। শারীরিকভাবে স্তনের টিস্যু অনুভব করতে পারে এমন একটি রোবট বা বৈদ্যুতিন ডিভাইস থাকা অনেক বড় একটি অর্জন হতে পারে।”

টিমলিডারের ভাষ্য মতে, গবেষকরা এর যথার্থতা নির্ধারণের জন্য সিলিকন স্তনে সিমুলেটেড পরীক্ষাগুলি করেছেন এবং প্রচুর অনুমানমূলক পরিস্থিতি পরীক্ষা করেছেন। এরপরে গবেষকরা রোবটে এআই প্রযুক্তি অন্তর্ভুক্ত করবেন এবং পুরো সিস্টেমের কার্যকারিতা নির্ধারণের জন্য ডিভাইসটিকে সেন্সর দিয়ে সজ্জিত করবেন বলেও জানা যায়। এর মূল লক্ষ্য হল মানুষের চেয়ে লাম্প আরও সঠিকভাবে এবং দ্রুত সনাক্ত করা।

এম.কে
০৮ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাজ্যের প্রয়োজন ১ ট্রিলিয়ন পাউন্ডের বিনিয়োগ

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে ভ্যাকসিনের বুস্টার ডোজ শুরু হবে আগামী সপ্তাহে

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে অতিরিক্ত ঠান্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে মৃত্যু বাড়ছে