6.2 C
London
October 30, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের ভ্রমণ শিল্পে হতাশা

‘ট্র্যাফিক লাইট’ সিস্টেমটি ব্যবহার করে ১৭ মে থেকে বিদেশ যাত্রা পুনরায় চালু করার বিষয়ে ব্রিটিশ সরকারের কাছ থেকে বিশদ না জানায় ভ্রমণ শিল্পে দেখা দিয়েছে হতাশা। এর ফলে ট্রাভেল সংস্থাগুলো গ্রীষ্মের গুরুত্বপূর্ণ মৌসুমটি হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে।

 

হিথ্রো বিমানবন্দরের প্রধান নির্বাহী জন হল্যান্ড-কায়ে আন্তর্জাতিক ভ্রমণকে কেন্দ্র করে সরকারকে ‘বেশি সাবধানী’ বলে অভিযোগ তুলেছেন।

 

তিনি বলেন,আমরা কোন দেশগুলোতে ভ্রমণ করতে পারবো সে সম্পর্কে সরকারকে স্পষ্ট করে জানানোর আহ্বান জানাচ্ছি। এতে সবাই প্রস্তুত হতে পারবে তাদের যাত্রার জন্য এবং টিকিট বুক শুরু করতে পারবে।

 

বাজেট এয়ারলাইন ‘ইজিজেটের’ চিফ এক্সিকিউটিভ হুঁশিয়ার করেছেন, অনেক ভ্রমণকারীকে ‘ট্র্যাফিক লাইট’ সিস্টেমের আওতায় ভ্রমণ এবং বাড়ি ফিরে আসার আগে দুটি কোভিড পরীক্ষা করতে হলে সেটি অনেক ব্যয়বহুল হবে।

 

স্কাই নিউজ সাক্ষাত্কারে মঙ্গলবার (৬ এপ্রিল) বরিস জনসন বলেন, আন্তর্জাতিক ভ্রমণকারীদের পরীক্ষা যতটা সম্ভব নমনীয় এবং সাশ্রয়ী করার জন্য তার সরকার চেষ্টা করবে।

 

সূত্র: স্কাই নিউজ
৬ এপ্রিল ২০২১
এসএফ

আরো পড়ুন

বিতর্কিত অভিবাসননীতি বাতিল হলেও টাকা ফেরত দিবে না রুয়ান্ডা

ক্যানসারমুক্ত হলেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

পূর্ব ইউরোপে সেনা সংখ্যা দ্বিগুণ করবে ব্রিটেন