যুক্তরাজ্যের পিটারবরোর একটি মসজিদে এক ব্যক্তি মুসলিম ধর্মানুসারীদের উপর বিদ্বেষমূলক ও অবমাননাকর মন্তব্য করেন।
তিনি ইসলামকে “মৃত্যু উপাসক গোষ্ঠী” বলে উল্লেখ করেন এবং মুসলমানদের “পেডোফাইল” আখ্যা দেন। একই সঙ্গে কুখ্যাত ডানপন্থী ইসলামবিদ্বেষী টমি রবিনসনকে প্রশংসা করেন।
ঘটনাস্থলে থাকা মুসলিম সম্প্রদায়ের লোকজন ওই ব্যক্তির আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানালে তিনি আরও আগ্রাসীভাবে গালিগালাজ শুরু করেন। মসজিদের ভেতরে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেনবলে জানা যায়।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবশেষে হামলাকারীকে গ্রেপ্তার করে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে পাবলিক অর্ডার হুমকির মামলায় তদন্ত শুরু করা হয়েছে।
মসজিদ কর্তৃপক্ষ এবং স্থানীয় মুসলিম সম্প্রদায় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, এই ধরনের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড শুধু ধর্মীয় সম্প্রদায়ের শান্তি বিঘ্নিত করে না, বরং সমাজে বিভাজন ও উত্তেজনা সৃষ্টি করতে পারে।
স্থানীয় প্রশাসন এবং পুলিশ সম্প্রদায়কে আশ্বস্ত করেছে যে, তারা সকল মুসলিম নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

