TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের মোটরওয়ে হতে নগদ অর্থ জব্দ

স্যান্ডউইচের মোড়কে ৭০,০০০ পাউন্ড লরি ড্রাইভারের নিকট হতে জব্দ করার পর তাকে জেল হাজতে পাঠিয়েছে লন্ডন মোটরওয়ে পুলিশ।

টিন ফয়েলে আবৃত করে রাখা প্যাকেটটি লরি হতে জব্দ করা হয়। তল্লাশি এসেক্সের হারউইচ মোটরওয়ের পাশে সংগঠিত হয় বলে জানায় পুলিশের একজন মুখপাত্র। একটি রুটিন চেকের সময়ে লরির সন্দেহভাজন গতিপ্রকৃতির কারণে লরির উপর পুলিশের সন্দেহ হয়। তাই লরিটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

লরির ড্রাইভার ২৮ বছর বয়সী মারিয়াস র‍্যাকজেনস্কিকে মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্থ পাচারের দায়ে আটক করে পুলিশ।

চেলমসফোর্ড ক্রাউন কোর্ট লরি ড্রাইভারকে দোষী সাব্যস্ত করে এবং ফৌজদারি আইনে মানি লন্ডারিং ও অর্থ পাচারের দায়ে ২০ সপ্তাহ কারাবাসের সাজা প্রদান করে।

এম.কে
১৮ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

পরিবার নিতে চাওয়া প্রবাসীদের দুঃসংবাদ দিল যুক্তরাজ্য

ই-ভিসা এক্সেস নিয়ে নতুন বিড়ম্বনার মুখে যুক্তরাজ্যের ভিসাধারীরা

সিসেস্টারে হিন্দু সম্প্রদায় রিভিউ বয়কট করতে প্রস্তুত