7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের ম্যাকডোনাল্ডসের চেইন স্টোরগুলোতে ঘটছে যৌন নিপিড়নের ঘটনা

ম্যাকডোনাল্ডসের ইউকে বস তাদের চেইন স্টোরগুলোতে যৌন হয়রানি ও বুলিংয়ের ঘটনার কথা স্বীকার করেছেন। তাদের বিভিন্ন ফাস্টফুডের দোকানগুলিতে ব্যাপক হারে যৌন নির্যাতন ও বুলিংয়ের ঘটনা ঘটে বলে তিনি জানান।এই বিষয়গুলি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করছে ম্যাকডোনাল্ডস বলে তিনি নিশ্চিত করেন।

বিবিসির এক তদন্ত রিপোর্টে দেখা যায়, ম্যাকডোনাল্ডসের ইউকে জোড়ে প্রায় ১,৪৫০ টি আউটলেট রয়েছে যেখানে যুক্তরাজ্যের প্রায় ১,৮০,০০০ লোক কাজ করে। অনেক স্টোর হতেই যৌন নিপীড়ন, হয়রানি, বর্ণবাদ এবং হুমকির অভিযোগ পাওয়া যায়। অনেকে অভিযোগ দায়ের করতেও ভয় পায় বিধায় লোকচক্ষুর আড়ালে থেকে যায় বহু ঘটনা।  সাম্প্রতিককালে ম্যাকডোনাল্ডের কর্মীদের সাথে কথা বলে এইসব তথ্য প্রকাশ করে বিবিসি। অভিযোগকারী অনেকের বয়স ১৭ বছরের কম বলে জানা যায়।

ম্যাকডোনাল্ডের ইউকে ও আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী অ্যালিস্টায়ার ম্যাক্রো বলেন, “অভিযোগগুলি খুবই ভয়াবহ যা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।”

তিনি জানান, জুলাই মাস থেকে ম্যাকডোনাল্ডস প্রায় ৪০৭ টি অভিযোগ পেয়েছিল, যার মধ্যে ৭৫ টি শৃঙ্খলাভঙ্গের,  ১৭ টি যৌন হয়রানির এবং ২৭ টি মামলা হয়রানির যা তদন্তাধীন রয়েছে।

বিভিন্ন আউটলেটে এই সমস্ত অভিযোগ প্রকাশের পরে ম্যাক্রো জুলাই মাসের শেষের দিকে একটি তদন্ত ইউনিট গঠন করেন এবং তিনি আরো জানান গুরুতর মামলাগুলি “বিশেষজ্ঞ তদন্তকারীদের” কাছে পাঠিয়ে দেয়া হবে।

উল্লেখ্য যে, বেশিরভাগ ম্যাকডোনাল্ডসের কর্মীরা সরাসরি নিয়োগ পায় না। কারণ ম্যাকডোনাল্ডস একটি ফ্র্যাঞ্চাইজি সিস্টেম দ্বারা পরিচালিত হয়। যার অর্থ আউটলেটগুলি পৃথক অপারেটরদের দ্বারা পরিচালিত হয় যারা কর্মীদের নিয়োগ দেয়। গত বৃহস্পতিবার, আইন সংস্থা লেই ডে একদল কর্মীদের পক্ষে ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিয়েছেন বলেও জানা যায়।

এম.কে
১৪ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যের অ্যাসাইলামপ্রার্থীদের রুয়ান্ডায় পাঠানো হবে!

অনলাইন ডেস্ক

খেলা দেখতে ভারতে আসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক

নিউজ ডেস্ক

ব্রডব্যান্ড বিল বাঁচাতে অফকমের আহ্বান