5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের রাস্তায় নামছে চালকবিহীন বাস

যুক্তরাজ্যের প্রথম পূর্ণ আকারের চালকবিহীন বাস এই সপ্তাহে রাস্তায় নামবে। স্কটল্যান্ডের ফোর্থ রোড ব্রিজের উপরে এই বাসগুলোকে পরীক্ষামূলক চালানো হবে।

 

স্টেজকোচের এই বাসগুলো অন্যান্য যানবাহনের মতো একই রাস্তা ব্যবহার করবে এবং গ্রীষ্মের মধ্যে যাত্রী বহন শুরু করতে পারে বলে জানায় মিরর।

 

এখন দুই সপ্তাহের ট্রায়ালে পাঁচটি সিঙ্গেল-ডেকার ফেরিটোল পার্ক, রাইড ইন ফিফ এবং এডিনবার্গ পার্কের মধ্যে চলাচল করবে।

 

যদি এই গ্রীষ্মে বাসগুলোকে পাবলিক সার্ভিসে নামানো হয়, এগুলো ১৪ মাইল রুটে ৩৬ জন যাত্রী বা সপ্তাহে ১০ হাজারের বেশি যাত্রী বহন করবে।

 

৬.১ মিলিয়ন পাউন্ডের এই প্রকল্পটি সেন্টার ফর কানেক্টেড এবং অটোনোমাস ভিহিকেলস-এর যৌথ অর্থায়নে করা হচ্ছে৷

 

স্কটল্যান্ডে স্টেজকোচের আঞ্চলিক পরিচালক স্যাম গ্রিয়ার বলেছেন: “যুক্তরাজ্যের প্রথম পূর্ণ আকারের চালকবিহীন বাস পরিষেবা সম্পূর্ণরূপে চালু করার জন্য এটি আমাদের যাত্রায় একটি বড় পদক্ষেপ।”

 

২৬ এপ্রিল ২০২২
এনএইচ

আরো পড়ুন

করোনার নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে যায়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দাঙ্গার পর হারমন্ডসওয়ার্থ সেন্টার থেকে অভিবাসন বন্দিদের সরিয়ে দেওয়া হয়েছে

অনলাইন ডেস্ক

ব্রিটেনে প্রপার্টি রেন্ট রেকর্ড বৃদ্ধি

অনলাইন ডেস্ক