4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের লন্ডনের শিক্ষার্থীরা জিসিএসই পরীক্ষায় শীর্ষ গ্রেড পেয়েছেন

যুক্তরাজ্যের মধ্যে লন্ডনের শিক্ষার্থীরা জিসিএসই পরীক্ষায় দেশব্যাপী শীর্ষ গ্রেড পেয়েছেন।

ইংল্যান্ডের মধ্যে কেবলমাত্র লন্ডন এমন একটি অঞ্চল যেখানে এক চতুর্থাংশেরও বেশি বিষয়ে শিক্ষার্থীরা “এ” গ্রেড পেয়েছে।

রাজধানীতে প্রায় ২৮.৫ শতাংশ এন্ট্রি লেভেল পরীক্ষায় শীর্ষ শ্রেণিবিন্যাস পেয়েছে যা ইংল্যান্ডের অন্যান্য অঞ্চল হতে অনেক ভালো ফলাফল বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চল দ্বিতীয় সেরা অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়েছে। যেখানে ২৪.৭ শতাংশ শিক্ষার্থী এন্ট্রি লেভেল পরীক্ষায় শীর্ষ শ্রেণিবিন্যাস পেয়েছে। উত্তর -পূর্ব ইংল্যান্ডে ১৭.৮ শতাংশ শিক্ষার্থী উচ্চ গ্রেড পেয়েছে।

পরীক্ষা বোর্ড ওসিআর -এর রেগুলেশন ডিরেক্টর মাইলস ম্যাকগিনলি বলেছেন,ইংল্যান্ডে আঞ্চলিক শিক্ষার বৈষম্য হ্রাস করার জন্য সরকারের এখনও অনেক কিছু করার আছে।

শিক্ষা সচিব ব্রিজেট ফিলিপসন বলেছেন, সরকার আঞ্চলিক বৈষম্যকে রোধ করতে “প্রতিশ্রুতিবদ্ধ” ছিল।

তিনি আরও যোগ করেছেন, ” শিক্ষার্থীরা মহামারী ও নানা সমস্যা কাটিয়ে উঠতে অসাধারণ পরিশ্রম করেছে। যার কারণে ভালো ফলাফল আনতে সক্ষম হয়েছে। ”

জিসিকিউ বোর্ড অফ ডিরেক্টরস এবং ওসিআরের প্রধান নির্বাহী জিল ডাফি বলেছেন, “ এই বছরের শিক্ষার্থীদের সম্পর্কে অনেক গর্ব করার দরকার আছে এবং তারা যা অর্জন করেছেন তার জন্য আমি তাদের সকলকে অভিনন্দন জানাতে চাই।”

উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়েছেন বলেও জানা যায়।

সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড

এম.কে
২৩ আগস্ট ২০২৪

আরো পড়ুন

ব্রিটিশ নাগরিকের বিমানবন্দরে মলত্যাগের হুমকি

লন্ডনের যে এলাকাটিতে কমেছে বাড়ির দাম, ফ্ল্যাটের দামও সহনীয়

অনলাইন ডেস্ক

বিলেতে বাড়ি কেনাবেচাঃ শর্টটার্ম লেট