TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের লেইসেস্টারশায়ারের সামার ক্যাম্পে শিশু অসুস্থঃ ৭৬ বছরের এক ব্যক্তি গ্রেপ্তার

যুক্তরাজ্যের লেইসেস্টারশায়ারের স্ট্যাথার্ন লজে অনুষ্ঠিত একটি সামার ক্যাম্পে রহস্যজনকভাবে আটজন শিশু অসুস্থ হয়ে পড়ার ঘটনায় পুলিশ ৭৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রবিবার অসুস্থ শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ক্ষতিকর পদার্থ প্রয়োগের সন্দেহে তদন্ত চলছে। তারা এই ঘটনাকে “জটিল ও সংবেদনশীল” হিসেবে বর্ণনা করেছে।

লেইসেস্টারশায়ার পুলিশ আরও বলেছে, এই ঘটনার কারণে জনমনে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, তারা তা গভীরভাবে উপলব্ধি করছে এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তদন্ত চলমান থাকায় কর্তৃপক্ষ এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে পুলিশ জানিয়েছে, নতুন তথ্য পাওয়া গেলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০১ আগস্ট ২০২৫

আরো পড়ুন

ভারতের সাথে যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তির বিরুদ্ধে সুয়েলা ব্র্যাভারম্যান

অনলাইন ডেস্ক

নিজের বাড়ি চুরির খবর শুনে হতবাক লুটনের এক ব্যক্তি

অনলাইন ডেস্ক

উৎক্ষেপণে ব্যর্থ যুক্তরাজ্যের প্রথম স্যাটেলাইট মিশন

নিউজ ডেস্ক