যুক্তরাজ্যের লেবার পার্টি নর্থ ইস্ট সমারসেট এবং হানহ্যামের এমপি ড্যান নরিসকে বরখাস্ত করেছে। কারণ হিসাবে জানানো হয় ধর্ষণ ও শিশু যৌন নির্যাতনের অপরাধের সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বছরের সাধারণ নির্বাচনে নরিস জ্যাকব রিস-মগকে পরাজিত করে এমপি নির্বাচিত হন, শুক্রবার তার নির্বাচনী এলাকার বাড়িতে পুলিশ অভিযান চালানোর পর তাকে হেফাজতে নেয়া হয়।
পুলিশ জানিয়েছে, তাকে সরকারি দায়িত্বে অসদাচরণের অভিযোগেও গ্রেপ্তার করা হয়েছে।
নরিস ১৯৯৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ওয়ানসডাইক এলাকার এমপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২১ সালে তিনি ওয়েস্ট অব ইংল্যান্ডের মেয়র হন।
তার নির্বাচনী এলাকার ওয়েবসাইটে বলা হয়েছে, তিনি এনএসপিসিসির (NSPCC) সঙ্গে প্রশিক্ষণ নিয়েছেন এবং শিক্ষক ও শিশু সুরক্ষা কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
অ্যাভন ও সমারসেট পুলিশ জানিয়েছে: “ ড্যান নরিসকে একজন কিশোরীর উপর যৌন নির্যাতন (১৯৫৬ সালের যৌন অপরাধ আইন অনুযায়ী), ধর্ষণ (২০০৩ সালের আইন অনুযায়ী), শিশু অপহরণ এবং সরকারি দায়িত্বে অসদাচরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এটি একটি সক্রিয় এবং সংবেদনশীল তদন্ত, তাই আমরা মানুষকে অনুরোধ করবো যেন তদন্ত ব্যাহত হয় এমন কোনো জল্পনা-কল্পনা না করে।
ডিসেম্বর ২০২৪-এ, আমরা যুক্তরাজ্যের অন্য অঞ্চলের পুলিশ বাহিনীর কাছ থেকে একটি রেফারেল পাই। যেখানে একটি মেয়ের উপর অতীতে শিশু যৌন নির্যাতনের অভিযোগ করা হয়েছে।
অধিকাংশ অভিযোগ ২০০০-এর দশকে সংঘটিত হয়েছে বলে মনে করা হচ্ছে, তবে ২০২০ সালের একটি ধর্ষণের অভিযোগও আমরা তদন্ত করছি।
এই তদন্তটি অপারেশন ব্লুস্টোনের অধীনে পরিচালিত হচ্ছে। অপারেশন ব্লুস্টোন ধর্ষণ ও গুরুতর যৌন নির্যাতনের জন্য গঠিত একটি বিশেষ দল, এবং তাদের তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।”
লেবার পার্টির একজন মুখপাত্র বলেন, “ ড্যান নরিস এমপি গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া মাত্রই তাকে পার্টি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তদন্ত চলাকালীন আমরা এই বিষয়ে আর কোনো মন্তব্য করবো না।”
ড্যান নরিসকে হাউস অফ কমন্সে লেবার পার্টির হুইপ পদ হতেও প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য যে, ৬৫ বছর বয়সী ড্যান নরিস আরও একটি বিতর্কে জড়িয়ে পড়েছেন। যেখানে একটি দাতব্য সংস্থা লিগ অ্যাগেইনস্ট ক্রুয়েল স্পোর্টস-এর চেয়ারম্যান হিসেবে এক প্রাক্তন কর্মচারীকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
তবে নরিস গত বছরের মে মাসে ওই সংস্থার পদ থেকে পদত্যাগ করেন বলে তথ্যমতে জানা যায়।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে
০৫ এপ্রিল ২০২৫