19.3 C
London
May 25, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের স্পেশাল ফোর্সের ভেটোতেই জীবনহানিঃ আফগান কমান্ডোদের আবেদন বাতিল নিয়ে তোলপাড়

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আদালতে স্বীকার করেছে যে, ইউকে স্পেশাল ফোর্সের একজন অফিসার এককভাবে ১,৫৮৫ জন আফগান স্পেশাল কমান্ডোর পুনর্বাসন আবেদন প্রত্যাখ্যান করেছিলেন। যাদের আবেদন বাতিল করা হয় তারা প্রত্যেকেই ছিলেন ব্রিটিশ বাহিনীর সহকারী হিসেবে পরিচিত ‘ট্রিপলস’ ইউনিটের সদস্য, যারা আফগানিস্তান তালেবান কর্তৃক পুনর্দখলের পর প্রাণের ঝুঁকিতে ছিলেন।

সাম্প্রতিক আদালতের নথি ও বিবিসি প্যানোরামার অনুসন্ধানে দেখা যায়, ২০২৩ সালের গ্রীষ্মে (ওই নাম প্রকাশে অনিচ্ছুক) ইউকে স্পেশাল ফোর্স অফিসার “আফগান ট্রিপলস’ ইউনিটের সদস্যদের” একটিও আবেদন মঞ্জুর করেননি। মন্ত্রণালয় জানায়, তিনি এমন কমান্ডোদের আবেদনও প্রত্যাখ্যান করেন, যারা ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে আফগানিস্তানে অভিযুক্ত যুদ্ধাপরাধের প্রত্যক্ষদর্শী ছিলেন।

‘ভেটো’ প্রভাব ও স্বার্থ সংঘর্ষঃ
সাবেক ভেটেরান্স মন্ত্রী জনি মার্সার এক চিঠিতে স্পষ্ট করে লেখেন— এই অফিসার ও স্পেশাল ফোর্সের হাতে যখন তদন্ত-সাক্ষীদের ভাগ্য নির্ধারণের ক্ষমতা ছিল, তখন সেটা ছিল “অত্যন্ত অনুপযুক্ত” ও “গভীর স্বার্থ সংঘর্ষের উদাহরণ”। মার্সার আরও অভিযোগ করেন, পাঁচজন প্রাক্তন ট্রিপলস সদস্য তালেবানের হাতে নিহত হন, যাদের আবেদন এই ভেটোর কারণে বাতিল হয়েছিল।

গোপন নীতি, অবহেলা ও প্রতিক্রিয়াঃ
আফগান পুনর্বাসন দলের প্রধান নাতালি মুর সাক্ষ্যে বলেন, তিনি আশঙ্কা করেছিলেন যে ট্রিপলসের ক্ষেত্রে “স্বয়ংক্রিয় প্রত্যাখ্যান” নীতি গোপনে প্রয়োগ করা হচ্ছিল। আদালতে জমা দেওয়া সরকারি দলিল অনুযায়ী, ২,০০০-র বেশি আবেদন “যথেষ্ট শক্ত প্রমাণ থাকা সত্ত্বেও” বাতিল করা হয়েছিল।

এর জবাবে মন্ত্রণালয় জানায়, তারা ‘অপারেশন এক্স’ নামে অভ্যন্তরীণ তদন্তে কোন ষড়যন্ত্রের প্রমাণ পায়নি, তবে পুরো প্রক্রিয়াকে ‘অপেশাদার’ বলে উল্লেখ করেছে এবং ৬০০-র বেশি বাতিল হওয়া আবেদন ইতোমধ্যে মঞ্জুর হয়েছে। নতুন পর্যালোচনায় আরও ২,৫০০ আবেদন খতিয়ে দেখা হবে।

আন্তর্জাতিক আইন ও নৈতিকতার প্রশ্নঃ
আইনি প্রতিনিধিরা বলছেন, সরকারের ভূমিকা ছিল বিভ্রান্তিকর এবং ট্রিপলসের উপর আদালতের রায় দলগত প্রত্যাখ্যান হয়েছে। এই অবস্থায় মানবাধিকার ও আইনি ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ যুদ্ধাপরাধ তদন্তে সম্ভাব্য গুরুত্বপূর্ণ সাক্ষ্য হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে এই ঘটনায় স্পষ্ট হয়েছে, যুক্তরাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক মানবিক দায়িত্বের মাঝে ভারসাম্য বজায় রাখতে গোপন সিদ্ধান্ত ও ক্ষমতার অপব্যবহার কখনও বিপজ্জনক হতে পারে।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৫ মে ২০২৫

আরো পড়ুন

বৃটেনের রাস্তায় রুঢ় আচরণের শিকার ঋষি সুনাক

যুক্তরাজ্যের সর্বশেষ করোনা পরিস্থিতি

অনলাইন ডেস্ক

এক নজরে যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচন