8.2 C
London
November 18, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের ৮০ শতাংশ প্রতিষ্ঠানে পুরুষের বেতন বেশি

ব্রিটিশ সংবাদমাধ্যমের এক পরিসংখ্যানে জানা যায়, যুক্তরাজ্যের ৮০ শতাংশ প্রতিষ্ঠানেই নারীর চেয়ে পুরুষের বেতন বেশি। অর্থাৎ নানা তৎপরতা সত্ত্বেও দেশটিতে খুব একটা কমেনি লৈঙ্গিক বৈষম্য। ২০২২-২৩ অর্থবছরে বেতন ব্যবধান ১২ দশমিক ২ শতাংশ। ২০১৭-১৮ সময়ে ব্যবধান ছিল ১১ দশমিক ৯ শতাংশ। গত বছরের চেয়ে চলতি বছরের বেতন বৈষম্য অপরিবর্তিত।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ৭৯ দশমিক ৫ শতাংশ প্রতিষ্ঠানেই বেতন কাঠামোয় বৈষম্য। প্রতিষ্ঠানগুলো পুরুষ প্রার্থীর ব্যাপারে বেশি আগ্রহী। এ বৈষম্য হতাশ করেছে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও বেতনের সমতায় ক্যাম্পেইন করা সংস্থাকে। চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রধান নির্বাহী অ্যান ফ্রাঙ্কস বলেন, ‘‌প্রতিষ্ঠানগুলো মনে করে তারা লিঙ্গবৈষম্য দূর করতে সঠিক পদক্ষেপ নিচ্ছে। কিন্তু সত্যিকার ফলাফলে স্পষ্ট হয়েছে তাদের ব্যর্থতা।’

পরিবহন ও প্রশাসনে বেতন বৈষম্য বেড়েছে। তবে শিক্ষা খাতে ছিল সবচেয়ে বেশি। ২০২২-২৩ মৌসুমে এ খাতে গড় বৈষম্য ছিল ২৩ দশমিক ২ শতাংশ। অর্থনৈতিক খাতের অবস্থাও সুবিধাজনক নয়। চলতি বছরে এ খাতে গড় ব্যবধান ২২ দশমিক ৭ শতাংশ। পুরো অর্থনৈতিক খাতের মধ্যে ব্যাংকেই বৈষম্য সবচেয়ে বেশি। সেখানে লয়েড ব্যাংকিং গ্রুপে ব্যবধান ৩৪ দশমিক ৮ শতাংশ ও ন্যাটওয়েস্ট গ্রুপে ৩১ দশমিক ৬ শতাংশ। এইচএসবিসিতে ২০১৭-১৮ সালে বেতন বৈষম্য ছিল ২৯ শতাংশ। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৫১ দশমিক ৫ শতাংশ। ব্যাংকগুলো স্বীকার করেছে, উচ্চপদগুলোয় নারীদের উপস্থিতি তুলনামূলক অনেক কম। ফলে সার্বিকভাবে বৈষম্য আরো প্রকটভাবে দৃশ্যমান। বৈষম্য কমিয়ে আনতে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে ন্যাটওয়েস্ট ও এইচএসবিসি ব্যাংক। এদিকে ল ফার্মগুলোয়ও বৈষম্য বিরাজমান।

২০১৭ সালে যুক্তরাজ্য লৈঙ্গিক বৈষম্য কমিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিল। ছয় বছর পর এসে প্রকাশিত ফলাফল বিশ্লেষকদের কাছে হতাশাজনক। এফটিএসই উইমেন লিডার্স রিভিউর প্রধান নির্বাহী ডেনিজ উইলসন দাবি করেছেন, ‘‌দক্ষ নারীর ঘাটতি নেই। তারা উচ্চপদগুলোর দায়িত্ব নিতে পারবে। নির্বাচন প্রক্রিয়ায় পক্ষপাত দূর করাটা এই মুহূর্তে জরুরি। সেই সঙ্গে প্রয়োজন নারীবান্ধব কর্মপরিবেশ তৈরি করা।’

আরো পড়ুন

ব্রিটিশ শিশুরা অলসতায় বিশ্বসেরাঃ গবেষণা

করোনার তৃতীয় ঢেউয়ের আশংকায় যুক্তরাজ্য

কেয়ার ওয়ার্কারদের পরিবার সাথে না আনতে না দেয়া অমানবিকঃদাতব্য সংস্থা