যুক্তরাজ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ককে হত্যা করতে অ্যাক্সেল রুদাকুবানা যে ছুরি ব্যবহার করেছিল তা অ্যামাজন থেকে কেনা বলে সংবাদমাধ্যমের খবরে উঠে এসেছে। শুধু তিনটি মেয়েকেই হত্যা নয় এবং আরও ১০ জন শিশু ও একজন প্রাপ্তবয়স্ককে আহত করার জন্যও ছুরিটি ব্যবহৃত হয়।
সরকার নিশ্চিত করেছে অনলাইনে ছুরি বিক্রি করা খুচরা বিক্রেতাদের এখন থেকে ক্রয় ও ডেলিভারির সময় ক্রেতার পরিচয়পত্র যাচাই করতে হবে।
সাউথপোর্ট হত্যাকারী অ্যাক্সেল রুদাকুবানা ১৭ বছর বয়সে অ্যামাজন থেকে ছুরিটি কেনার পর যুক্তরাজ্য সরকার অনলাইন ছুরি কেনাবেচার আইনে কঠোর নিয়ম অন্তর্ভুক্ত করেছে।
এখন থেকে অনলাইনে ছুরি কিনতে হলে ক্রেতাকে তার ফটো আইডি, যেমন ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এবং ঠিকানার প্রমাণ হিসাবে ইউটিলিটি বিল বা যে কোনো প্রুফ অব এড্রেসের কাগজ জমা দিতে হবে।
পরবর্তীতে প্যাকেজটি ডেলিভারি নেওয়ার সময় ক্রেতাকে আবার আইডি দেখাতে হবে।
হোম অফিস জানিয়েছে, অনলাইন খুচরা বিক্রেতারা ক্রেতার কাছ থেকে তাদের আইডির পাশাপাশি তাদের বর্তমান ছবি বা ভিডিও চাওয়ার অনুমতি পাবে, তবে এটি আইনি বাধ্যতামূলক হবে না।
ডেলিভারি ড্রাইভাররা কেবল সেই ব্যক্তিকে প্যাকেজ সরবরাহ করতে পারবেন যিনি ছুরিটি কিনেছেন।
এছাড়াও, যদি কেউ বাসায় উপস্থিত না থাকেন, তবে ডেলিভারি ড্রাইভারদের ছুরি সম্বলিত প্যাকেজ বাসার দোরগোড়ায় রেখে যাওয়া বৈধ হবেনা।
বর্তমান আইন অনুযায়ী, বিক্রেতাদের একটি বয়স যাচাইকরণ ব্যবস্থা পরিচালনা করতে হবে। যাতে ১৮ বছরের কম বয়সী ব্যক্তিকে ছুরি কিনতে বাধা দেওয়া সম্ভব হয়। তবে সেই ব্যবস্থা কীভাবে কার্যকর হবে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
নতুন নিয়মগুলো “ক্রাইম অ্যান্ড পলিসিং বিল”-এ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। যা পার্লামেন্টে শীঘ্রই উপস্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে।
এই সপ্তাহে রুদাকুবানা তার দোষ স্বীকার করার পর, অ্যামাজন একটি তদন্ত শুরু করেছে।
রুদাকুবানা অ্যামাজনের বর্তমান যাচাইকরণ প্রক্রিয়া – যেখানে ক্রেতার নাম, ঠিকানা এবং জন্মতারিখ ক্রেডিট চেকার এক্সপেরিয়ানের মাধ্যমে যাচাই করা হয় -তা সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়ে এনক্রিপশন সফটওয়্যার ব্যবহার করে ২০ সেন্টিমিটার ব্লেডের দুটি শেফের ছুরি কিনেছিল।
জানা গেছে, রুদাকুবানার পিতা-মাতা তার নামে ঠিকানা করা পার্সেলটি গ্রহণ করেন এবং অ্যামাজনের ডেলিভারি ড্রাইভার নিশ্চিত করেন যে তারা ২৫ বছরের বেশি বয়সী।
বিশ্বের বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন বলেছে, ধারালো পণ্য বিক্রির ক্ষেত্রে তারা তাদের দায়িত্বকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেয়।
বর্তমানে, অ্যামাজন থেকে ছুরি কেনার সময় ক্রেতাকে তার জন্মতারিখ জানাতে হয়। এছাড়া ক্রেতাকে অবহিত করা হয়
ডেলিভারির সময় জন্ম তারিখ সহ একটি বৈধ ফটোগ্রাফিক আইডি প্রদর্শন করানোর কথা।
হোম সেক্রেটারি ইভেট কুপার বলেছেন, “অনলাইনে শিশুদের জন্য বিপজ্জনক অস্ত্র পাওয়া এখন খুব সহজ। তা মোটেও গ্রহণযোগ্য নয়। এভাবে চলতে দেওয়া যায় না। কেনার আগে এবং ডেলিভারির আগে কঠোর বয়স যাচাইকরণ প্রক্রিয়া প্রয়োজন। আজ আমি যে ব্যবস্থাগুলি ঘোষণা করছি, তা এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
সূত্রঃ স্কাই নিউজ
এম.কে
২৭ জানুয়ারি ২০২৫