যুক্তরাজ্যের স্লাও শহরের ফার্নহ্যাম রোডে অবস্থিত ‘Exotic Karahi’ নামক একটি রেস্টুরেন্ট এখন অ্যালকোহল বিক্রির লাইসেন্স হারানোর মুখোমুখি। গত সেপ্টেম্বর মাসে হোম অফিসের ইমিগ্রেশন কর্মকর্তারা রেস্টুরেন্টটিতে অভিযান চালিয়ে দুইজন অবৈধ কর্মীকে খুঁজে পান। পরবর্তীতে রেস্টুরেন্টটি ৯০,০০০ পাউন্ড জরিমানার সম্মুখীন হয় এবং নভেম্বর মাসে এ জরিমানা চূড়ান্ত করা হয়।
অভিযান চলাকালীন এক নারীকে পাওয়া যায়, যার ভিসার মেয়াদ শেষ হয়েছিল ২০১১ সালে। তিনি প্রথমে দাবি করেন, রেস্টুরেন্টের রান্নাঘরে তিনি কেবল নিজের জন্য রান্না করতেন। কিন্তু তদন্তে বেরিয়ে আসে তিনি নিয়মিতভাবে সেখানে কাজ করছিলেন। অপর এক পুরুষ কর্মী কর্মকর্তাদের দেখে নিজের এপ্রোন ডিশওয়াশারে ঢুকিয়ে দেয়ার চেষ্টা করেন।
ওই ব্যক্তির বিষয়ে আরও জানা যায়, তিনি ২০০৯ সালে যুক্তরাজ্যে আসেন এবং তার ভিসা ২০১০ সালেই শেষ হয়ে যায়। এরপরে তিনি যুক্তরাজ্যে থাকার আবেদন করেন, তবে সে আবেদন এখনো প্রক্রিয়াধীন থাকায় তিনি কোনোভাবেই কাজ করার অনুমতি পাননি। তবু রেস্টুরেন্টে কাজ করছিলেন, যা আইন ভঙ্গের শামিল।
Exotic Sweet Centre Ltd নামের কোম্পানিটি এই জরিমানার বিরুদ্ধে আপিল করলেও তা ডিসেম্বর মাসে বাতিল হয়ে যায়। বর্তমানে রেস্টুরেন্টটির সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত অ্যালকোহল বিক্রির অনুমতি রয়েছে। কিন্তু হোম অফিস ও থেমস ভ্যালি পুলিশ উভয়েই এই লাইসেন্স বাতিল করার সুপারিশ করেছে।
২৯ জুলাই স্লাও বোরো কাউন্সিলের লাইসেন্সিং সাব-কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ২০০৩ সালের লাইসেন্সিং আইনের অধীনে, লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে অপরাধ প্রতিরোধসহ সব নিয়ম-কানুন মানতে বাধ্য। এর ব্যত্যয় ঘটলে লাইসেন্স বাতিলের ক্ষমতা স্থানীয় কর্তৃপক্ষের হাতে রয়েছে। উল্লেখ্য, একই রেস্টুরেন্টে ২০১৩ সালেও এক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল।
সূত্রঃ বিবিসি
এম.কে
২৩ জুলাই ২০২৫