24.5 C
London
August 13, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে অভিবাসী সংকট নিয়ে রাজনৈতিক বিবাদ ও জনমতের বিভাজন

যুক্তরাজ্যে অভিবাসী সন্দেহভাজনদের ওপর বাড়তে থাকা সহিংসতা এবং ভুল তথ্যের ভিত্তিতে হয়রানি নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। রানিমিড ট্রাস্টের প্রধান নির্বাহী ড. শাবনা বেগম বলেন, এসব ঘটনা ‘নির্দোষ ভুল’ নয়, বরং বিষাক্ত রাজনৈতিক বক্তব্য ও বিভাজক রূপান্তরিত গুজবের ফল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আশ্রয়প্রার্থীদের হোটেলের বাইরে অভিবাসনবিরোধী বিক্ষোভের পরে, সাধারণ মানুষকে অভিবাসী ভেবে গালাগাল ও হয়রানির ঘটনা বৃদ্ধি পেয়েছে। ওয়েলসের এক স্কাউট ক্যাম্পে পুলিশ তদন্ত শুরু করেছে, যেখানে শিশুদের ভিডিও করে বর্ণবাদী গালাগাল দেওয়ার অভিযোগ উঠেছে, মিথ্যা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে যে স্থানটি অভিবাসীদের জন্য ব্যবহার করা হচ্ছে।

গ্রেট ইয়ারমাউথের এমপি রুপার্ট লো এক দাতব্য রোয়িং ক্রুকে ‘অবৈধ অভিবাসী’ সন্দেহে কোস্টগার্ডে রিপোর্ট করার অভিযোগের মুখে পড়েছেন, যা সতর্কতামূলক হামলার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বেগম বলেন, সরকার যদি দেশে গভীর বৈষম্য ও সামাজিক সমস্যা সমাধান না করে, তবে আরও ভিজিলান্টিজম এবং সহিংসতা দেখা দিতে পারে।

বোর্নমাউথে ‘সেফগার্ড ফোর্স’ নামে একটি সতর্কতামূলক দলের উদয় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ২০০-এর বেশি বাসিন্দা এখানে সাইন আপ করেছেন, যারা শহরে নারী, শিশু ও প্রবীণদের সুরক্ষায় টহল দেবেন। বেগম বলেন, এ ধরনের আচরণ সামাজিক চুক্তি ভেঙে যাওয়া এবং অর্থনৈতিক বঞ্চনার প্রতিক্রিয়ার ফল, যা দেশের সব বর্ণের মানুষকে প্রভাবিত করছে।

হোম অফিসের উদ্যোগে সাতটি পুলিশ বাহিনীতে ১০টি নতুন লাইভ ফেসিয়াল রিকগনিশন ভ্যান মোতায়েন করা হবে, এবং প্রতিটি এলাকায় নামযুক্ত কর্মকর্তা ও দৃশ্যমান টহল থাকবে। তবে বেগম জানান, ভুলে অভিবাসী ভেবে মানুষকে হয়রানি করা রাজনৈতিক ও গণমাধ্যমের “দুর্বল বা ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে চালানো এজেন্ডা” থেকে উদ্ভূত।

সবচেয়ে বড় অভিবাসনবিরোধী বিক্ষোভ এসেক্সের এপিংয়ের বেল হোটেলে হয়েছে। জেলা কাউন্সিল আশ্রয়প্রার্থীদের সেখানে রাখাকে ঠেকাতে হাইকোর্টে অস্থায়ী ইনজাংশনের আবেদন করেছে। সাউথ ইয়র্কশায়ারের লেবার মেয়র অলিভার কপপার্ড রাজনীতিবিদ ও গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন, যাতে পূর্বাভাসমূলক সহিংসতা আর না সৃষ্টি হয়।

কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেনক ও শ্যাডো জাস্টিস সেক্রেটারি রবার্ট জেনরিককে অভিবাসন ইস্যু রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ ওঠেছে। ব্যাডেনক জানান, এপিংয়ে মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন; মায়েরা তাদের মেয়েদের স্কুলে যাওয়া নিয়ে চিন্তিত এবং পার্কে দৌড়ানো বন্ধ করেছেন। তিনি বলেন, জাতিকে এভাবে ভোগান্তির মধ্যে ফেলা নীতি বহির্ভূত বিষয়।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৩ আগস্ট ২০২৫

আরো পড়ুন

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হিমসিম খাচ্ছে কনজারভেটিভ সরকার

লন্ডন মেয়র নির্বাচনের শর্টলিস্টে বাঙ্গালী মোজাম্মেল হোসেন

চার্লসের রাজ্যাভিষেক নিয়ে যতো আয়োজন

নিউজ ডেস্ক