16.6 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের সহায়তায় ব্ল্যাকবার্ন কাউন্সিলে অতিরিক্ত অর্থ বরাদ্দ

ল্যাঙ্কাশায়ারের ব্ল্যাকবার্ন উইথ ডারওয়েন কাউন্সিল আশ্রয়প্রার্থীদের আবাসনের জন্য হোম অফিস থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ পেয়েছে। গত এক বছরে আশ্রয়প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় এই বরাদ্দ বাড়ানো হয়েছে।

সাম্প্রতিক কাউন্সিল প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫/২৬ অর্থবছরের জন্য অনুদান ৫ লাখ ৬১ হাজার পাউন্ড থেকে বাড়িয়ে ৮ লাখ ৫৫ হাজার ৬০০ পাউন্ড করা হয়েছে। এই অর্থ কাউন্সিলের কন্ট্রাক্টর সারকো কর্তৃক প্রদত্ত সহায়তা ও আবাসনের খরচ মেটাতে ব্যয় হবে।
প্রতিবেদন অনুযায়ী, এই বরো দুই দশকেরও বেশি সময় ধরে একটি নির্ধারিত বিতরণ এলাকা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে শরণার্থী মর্যাদা পাওয়া এবং আশ্রয়ের আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় থাকা উভয় ধরনের মানুষকে আবাসন ও সহায়তা প্রদান করা হয়। বর্তমানে এলাকাটিতে ৭১৩ আশ্রয়প্রার্থী বসবাস করছেন।
কাউন্সিলের মুখপাত্র জানিয়েছেন, বাড়ির সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। অতিরিক্ত অর্থ মূলত বিদ্যমান আশ্রয়প্রার্থীদের সহায়তা ও সেবা উন্নত করতে ব্যবহার করা হবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান আশ্রয়প্রার্থী আবাসন ব্যবস্থা দুই বছর ধরে চালু রয়েছে এবং এটি আরও এক বছরের জন্য বাড়ানো হবে। অনুদানের অর্থ ব্যবহার করা হবে আশ্রয়ের সিদ্ধান্তের অপেক্ষায় থাকা ব্যক্তিদের ভাড়াবাড়ি ব্যবস্থা ও আশ্রয়প্রাপ্তদের অস্থায়ী আবাসন প্রদানে।
সূত্রঃ বিবিসি
এম.কে
১২ আগস্ট ২০২৫

আরো পড়ুন

“টু-চাইল্ড বেনিফিট সীমা ওয়েস্টমিনস্টারের সবচেয়ে নিকৃষ্ট নীতি”—অ্যান্ডি বার্নহ্যাম

ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তি কার্যকর: প্রথম অভিবাসী একজন ভারতীয়কে ফ্রান্সে ফেরত পাঠাল ব্রিটেন

যুক্তরাজ্যের ৩৬ স্যাটেলাইটের উৎক্ষেপণ করলো ইসরো