13.6 C
London
October 8, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে আশ্রয়ের রেকর্ডঃ ২৭,০০০ ছাত্র ও কর্ম ভিসাধারী প্রার্থীর উদ্বেগ

যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদনকারীর সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। হোম অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত মোট ১,১১,০৮৪ জন মানুষ আশ্রয় চেয়েছে, যা ২০০১ সালের পর থেকে যে কোনো ১২ মাসের রেকর্ড ভেঙেছে।

চরম উদ্বেগের বিষয়, ২৭,০০০ অভিবাসী বৈধ ছাত্র এবং কর্ম ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করার পর আশ্রয়ের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ১৪,৮০০ জন ছাত্র এবং ১২,২০০ জন স্কিল্ড ওয়ার্কার ভিসাধারী। হোম অফিস সূত্রের মতে, এটি একটি “নতুন পথ” এবং তারা এখন এই লুপহোল বন্ধের চেষ্টা করছে।

ছোট নৌকা পারাপারের মাধ্যমে আশ্রয় প্রার্থীর সংখ্যা মোটের ৩৯% হলেও, বৃহত্তর উদ্বেগের কেন্দ্রবিন্দু এখন চ্যানেল পারাপার ও অভিবাসী হোটেল। সরকারের হিসাব অনুযায়ী, গড়ে দৈনিক ১২৪ জন চ্যানেল পারাপার করছে, যা চলমান হারে থাকলে এই পার্লামেন্টের মেয়াদে প্রায় ২,৩০,০০০ জন পার হতে পারে।

জাতিগত পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তানি প্রার্থীরা সর্বাধিক (১১,২৩৪ জন, ১০.১%), আফগানরা দ্বিতীয় (৮,২৮১ জন, ৭.৫%), ইরানি তৃতীয় (৭,৭৪৬ জন, ৭.০%) এবং এরিত্রিয়ান চতুর্থ (৭,৪৩৩ জন, ৬.৭%)।

লেবার সরকারের অধীনে ছোট নৌকায় আসা অভিবাসীদের ফেরত পাঠানো কমেছে। ২০২৫ সালের প্রথম বছরে মাত্র ২,৩৩০ জনকে ফেরত পাঠানো হয়েছে, যা পূর্ববর্তী কনজারভেটিভ সরকারের শেষ বছরের ২,৫১৬ জনের তুলনায় কম।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
২১ আগস্ট ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট সংকট, ছাঁটাই হচ্ছে কর্মী

লয়েডস ও হ্যালিফ্যাক্সের অনলাইন সেবা পেতে সমস্যায় গ্রাহকরা

অনলাইন ডেস্ক

এনএইচএস ইংল্যান্ড বিলুপ্তির ঘোষণা দিলেন স্যার কেয়ার স্টারমার