8 C
London
February 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে ইউক্রেনীয় শরনার্থী প্রবেশে বাঁধা

ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে অনেক শরণার্থী ফ্রান্সের ক্যালে বন্দর দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে। মঙ্গলবার (৮ মার্চ) বিবিসি জানায়, ক্যালে থেকে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টার সময় ২৮৬ জন ইউক্রেনীয়কে ফিরিয়ে দিয়েছে ব্রিটেন।

 

প্রায় ৫৮৯ জন ইউক্রেনীয় এই সীমান্তে গিয়েছেন বলে জানা গেছে। আর তাদের মধ্যে ২৮৬ জনকে ঢুকতে দেয়নি ব্রিটেন।

 

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রিটেন খুবই ‘আন্তরিক দেশ’। তবে তারা দেশটিতে শরণার্থী প্রবেশের ক্ষেত্রে যাচাই করে দেখতে চায়।

 

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর এক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়।

 

সামরিক অবকাঠামোর বাইরে রাশিয়ার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আবাসিক ভবন, স্কুল ও হাসপাতাল। ধ্বংস হয়ে গেছে সামরিক-বেসামরিক বহু অবকাঠামো।

 

মঙ্গলবার যুদ্ধের ১৩তম দিনে ইউক্রেনের শহরগুলোতে ভারী গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রাশিয়ার সেনারা।

 

৮ মার্চ ২০২২
এনএইচ

আরো পড়ুন

১০টি কারণে ব্রিটিশদের জীবনযাত্রা ভয়াবহ হয়ে উঠবে অক্টোবরে!

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের আন্ডারগ্র‍্যাজুয়েট শিক্ষার্থীরা খরচের জন্য ধুঁকছে

আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে ফজলি আম ও বাগদা চিংড়ি