3.4 C
London
January 19, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে ইমিগ্রেশন রেইড,১২ জন ভারতীয় গ্রেফতার

যুক্তরাজ্যে ইমিগ্রেশন রেইড শুরু হয়েছে যার কারণে বিভিন্ন এলাকা হতে গ্রেফতার হচ্ছে অবৈধ অভিবাসী। হোম অফিস জানিয়েছে, ইমিগ্রেশন পুলিশের একটি অভিযানে একটি কারখানা থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ইমিগ্রেশন অফিসাররা জানিয়েছেন, অবৈধ কাজ ও ভিসার শর্ত লঙ্ঘন করার অপরাধে ১১ জন পুরুষ ও এক মহিলাকে হেফাজতে নেওয়া হয়েছে। যাদের সকলেই ভারতীয় নাগরিক। ওয়েস্ট মিডল্যান্ডসের টিপটনে এই অভিযান তখন পরিচালিত হয় যখন অবৈধ অভিবাসীদের ব্যাপারে তথ্য পাওয়া যায়। কারখানা দ্বয়ের মধ্যে একটি বিছানাপত্র তৈরির এবং অন্যটি ছিল কেক উৎপাদনকারী।

হোম অফিস জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে আটজনকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। চারজন অপরাধীকে যুক্তরাজ্য থেকে অপসারণের জন্য আটক রাখা হয়েছে।

অভিবাসন মন্ত্রী মাইকেল টমলিনসন বলেন, “অবৈধ অভিবাসীদের মোকাবেলায় কড়া নিয়মনীতি কার্যকর করা হয়েছে। যে প্রতিষ্ঠান কাগজাদির প্রাসঙ্গিক চেক পরিচালনা না করে অবৈধ শ্রমিকদের কাজে নিযুক্ত করে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। আমরা দেশজুড়ে অভিবাসন নিয়ে কড়া অবস্থানে আছি এই অপারেশনটি তার সুস্পষ্ট উদাহরণ।”

ফেব্রুয়ারিতে অভিবাসন মন্ত্রী জানিয়েছিলেন, অবৈধ অভিবাসীদের কাজে নিয়োগকারীদের জন্য জরিমানা ১৫,০০০ পাউন্ড থেকে ৪৫,০০০ পাউন্ডে উন্নীত করা হয়েছে। তাছাড়া একই প্রতিষ্ঠান তিন বছরের মধ্যে একই ঘটনা পুনরাবৃত্তি করলে জরিমানা ৬০,০০০ পাউন্ড জরিমানা করা হবে।

সূত্রঃ বিবিসি

এম.কে
১৩ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

দুবাইতে বিশ্বের বৃহত্তম ‘সুপার কার গ্রেভইয়ার্ড’

লন্ডনে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন

অনলাইন ডেস্ক

আরবদের বয়কটে মার্কিন প্রতিষ্ঠানে ধস