22.4 C
London
July 21, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে উইম্বলডন পার্কে ৩৯টি নতুন কোর্ট নির্মাণে হাই কোর্টের ছাড়পত্র, আন্দোলনকারীদের আইনি পরাজয়

উইম্বলডন টেনিস সাইট সম্প্রসারণে আর কোনো বাধা থাকলো না, কারণ হাই কোর্ট ৩৯টি নতুন কোর্ট নির্মাণের পরিকল্পনাকে বৈধতা দিয়েছে। এর ফলে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (AELTC) পুরনো উইম্বলডন পার্ক গলফ ক্লাবের জমিতে একটি ৮,০০০ আসনের শো কোর্টসহ বিশাল পরিসরের ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে পারবে।

এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় ক্যাম্পেইন গ্রুপ সেভ উইম্বলডন পার্ক (SWP)। তারা যুক্তি দেয় যে GLA (গ্রেটার লন্ডন অথরিটি) ২০২৪ সালের সেপ্টেম্বরে আইনত ভুলভাবে অনুমোদন দিয়েছে এবং এই জমির বিশেষ আইনগত মর্যাদাকে উপেক্ষা করা হয়েছে।

তবে বিচারপতি সাইনি তার রায়ে বলেন, সংশ্লিষ্ট ট্রাস্ট ও রেস্ট্রিকটিভ কভেন্যান্ট সম্পর্কিত বিষয়ে GLA যুক্তিসঙ্গত ও পরিকল্পনামূলক সিদ্ধান্ত নিয়েছে। ফলে SWP-এর আবেদন খারিজ হয়ে যায় এবং প্রকল্প বাস্তবায়নের পথ মসৃণ হয়।

AELTC-র চেয়ার ডেবোরা জেভান্স রায়কে স্বাগত জানিয়ে বলেন, এটি কেবল একটি টেনিস প্রকল্প নয়, বরং জনসাধারণের জন্য শতবর্ষ ধরে বন্ধ থাকা ভূমিকে উন্মুক্ত করে ২৭ একরের নতুন পার্কল্যান্ড গড়ে তোলার সুযোগ।

অন্যদিকে, SWP দাবি করেছে এই রায় একটি বিপজ্জনক নজির স্থাপন করবে। তারা জানিয়েছে, প্রকল্পের বিরুদ্ধে তারা আরও আইনি চ্যালেঞ্জ বিবেচনা করছে। গ্রুপটি জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে একটি গুরুত্বপূর্ণ রুলিং হবে যা স্থির করবে জমিটি কি জনগণের বিনোদনের জন্য সংরক্ষিত কি না।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ১০ বছরের নির্মাণশ্রম, শব্দদূষণ ও সবুজ এলাকা হারানোর ভয় তাদের আতঙ্কিত করছে। তাছাড়া জমিটি Metropolitan Open Land হিসেবে সুরক্ষিত যা গ্রিন বেল্টের সমতুল্য।

তবে AELTC বলেছে, প্রাইভেট গলফ কোর্সের বদলে সবার জন্য উন্মুক্ত পার্ক এবং টেনিস সুবিধা তৈরি করা হবে। খেলোয়াড়দের সুবিধা ও উইম্বলডনের মর্যাদা ধরে রাখতে এটি প্রয়োজনীয় বলে দাবি ক্লাবটির।

মেয়র সাদিক খান এই প্রকল্পকে স্বাগত জানিয়ে বলেন, এটি শুধু লন্ডন নয়, যুক্তরাজ্যজুড়ে অর্থনৈতিক ও সামাজিক সুফল বয়ে আনবে। ডেপুটি মেয়র জুলস পাইপও বলেন, প্রকল্পটির সুফল ক্ষতির তুলনায় অনেক বেশি।

উল্লেখ্য, ১৯৯৩ সালে মেরটন কাউন্সিলের কাছ থেকে জমি কেনার সময় AELTC চুক্তিতে স্বাক্ষর করেছিল যে এটি শুধুমাত্র অবসর, খেলা ও উন্মুক্ত স্থান হিসেবে ব্যবহৃত হবে। আন্দোলনকারীরা বিশ্বাস করেন এই সম্প্রসারণ সেই চুক্তির লঙ্ঘন।

বিরোধ দীর্ঘদিনের হলেও, আদালতের সাম্প্রতিক রায় AELTC-র পক্ষেই গেল, এবং এখন প্রকল্পটির বাস্তবায়ন শুধু সময়ের ব্যাপার বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২১ জুলাই ২০২৫

আরো পড়ুন

ইউক্রেনে পুতিন যুদ্ধাপরাধ করেছেন: বরিস জনসন

যুক্তরাজ্যে বেড়েছে ইমিগ্রেশন অভিযান, ১৩ জন অবৈধ শ্রমিক আটক

বিড়াল হত্যায় দোষী সাব্যস্ত ব্রিটিশ নাগরিক