11.1 C
London
November 5, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে একদিনে পৌঁছালেন আট শতাধিক আশ্রয়প্রার্থী, চাপের মুখে সুনাক

ছোটো নৌকা নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে ১৮ জুন মঙ্গলবার যুক্তরাজ্যের উপকূলে পৌঁছেছেন আটশ জনেরও বেশি আশ্রয়প্রার্থী৷ গত ১৯ মাসের মধ্যে দিনের হিসাবে যুক্তরাজ্যে আসা আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে এটি রেকর্ড৷

এদিকে ৪ জুলাই দেশটিতে সাধারণ নির্বাচন৷ তার আগে আগে একদিনে রেকর্ড সংখ্যক আশ্রয়প্রার্থী আসায় রাজনৈতিকভাবে চাপে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক৷

অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ এবং ইংলিশ চ্যানেলজুড়ে ছোটো নৌকা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ঋষি সুনাক৷ আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোসহ নানা উদ্যোগ নিয়েও প্রত্যাশিত সাফল্য পাননি তিনি৷ ব্রিটেনের রাজনীতিতে অভিবাসন এখন অন্যতম আলোচিত বিষয়৷ এমন পরিস্থিতিতে আসন্ন ভোটের আগে বিরোধী লেবার পার্টির তুলনায় জনমত জরিপে পিছিয়ে আছেন ক্ষমতাসীন কনজারভেটিভরা৷

নির্বাচনের পরই আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনাটি বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী সুনাক৷ কিন্তু জনমত জরিপে ২০ পয়েন্টে এগিয়ে থাকা লেবার পার্টি ঘোষণা দিয়েছে, তারা ক্ষমতায় এলে সুনাক সরকারের নেয়া এই ‘বিতর্কিত’ পরিকল্পনাটি তারা বাদ দেবেন৷

লেবার পার্টি জানিয়েছে, রুয়ান্ডা পরিকল্পনা বাদ দিয়ে তারা একটি বর্ডার সিকিউরিটি কমান্ড তৈরি করবে৷ মূলত পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং আইনজীবীদের সমন্বয়ে গঠিত এই সংস্থাটি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে মানবপাচার বন্ধে কাজ করবে৷

সূত্রঃ রয়টার্স

এম.কে
২৩ জুন ২০২৪

আরো পড়ুন

সব বাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতে উঠেছেন ইলন মাস্ক

কোভিড-১৯ বিধি না মানায় লন্ডনে ৯ পুলিশ কর্মকর্তার জরিমানা

নিউজ ডেস্ক

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অতি ঠাণ্ডায় বাংলাদেশিসহ ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক