যুক্তরাজ্যে এপিং-এর বেল হোটেল থেকে আশ্রয়প্রার্থীদের সরিয়ে দেওয়ার আদেশ স্থগিত করেছে আদালত। সরকারের দাখিল করা আপিলে জয়লাভের ফলে ১২ সেপ্টেম্বরের পরেও এসেক্সের এই হোটেলে আশ্রয়প্রার্থীরা থাকতে পারবেন।
গত সপ্তাহে এপিং ফরেস্ট কাউন্সিল আদালতে আবেদন করে হোটেল খালি করার নির্দেশ আদায় করেছিল। সেই রায় অনুযায়ী ১২ সেপ্টেম্বরের মধ্যে ১৪০ জন আশ্রয়প্রার্থীকে সরিয়ে নেওয়ার কথা ছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে।
২৯ আগস্ট আদালতে সরকারের আপিল গৃহীত হয়। এর ফলে পূর্বের নিষেধাজ্ঞা বাতিল হয়ে যায় এবং হোটেল খালি করার নির্দেশ কার্যকর থাকছে না।
গত কয়েক সপ্তাহ ধরে স্থানীয় বাসিন্দারা বেল হোটেল থেকে আশ্রয়প্রার্থীদের সরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করে আসছিলেন। তবে আদালতের সর্বশেষ সিদ্ধান্তে আপাতত আশ্রয়প্রার্থীরা নিরাপদে হোটেলটিতে অবস্থান করতে পারবেন।
সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড
এম.কে
০১ সেপ্টেম্বর ২০২৫