17.9 C
London
August 1, 2025
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

যুক্তরাজ্যে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের স্মৃতি চারণ ও তার অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের যুক্তরাজ্য শাখার ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

মরহুম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান, সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের সময় মৌলভীবাজার জেলার প্রবাসীদের দাবির প্রেক্ষিতে এই কমিটি অনুমোদন প্রদান করেন। পরবর্তীতে আরও ২০ জন সদস্য অন্তর্ভুক্ত করে স্মৃতি পরিষদকে ১০১ সদস্য বিশিষ্ট করা হবে।

ঘোষণা অনুযায়ী, আগামী ৫ই সেপ্টেম্বর মরহুম এম. সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে লন্ডনে পালন করবে নতুন কমিটি।

ঘোষিত কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি জনাব সাইদুর রহমান রানুকে সভাপতি করা হয়েছে। মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি জনাব অদুদ আলম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

এছাড়া জনাব শরীফুজ্জামান চৌধুরী তপনকে সিনিয়র সহ-সভাপতি, জনাব আব্দুল ওয়াহিদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জনাব সোয়ালেহীন করিম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, মরহুম এম. সাইফুর রহমানের আদর্শ, উন্নয়ন দর্শন এবং রাজনৈতিক অবদানকে প্রবাসী সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
৩১ জুলাই ২০২৫

আরো পড়ুন

ইতালিতে সাগর পেরিয়ে ১২ হাজারেরও বেশি বাংলাদেশি

পর্তুগালে বাংলাদেশি প্রবাসীদের জন্য দুঃসংবাদ

লন্ডন অ্যাসেম্বলিতে সদস্য নির্বাচিত হলেন বাংলাদেশের মেরিনা