TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে এম-সিক্সের মহাসড়কে উল্টো পথে গাড়ি চালিয়ে প্রাণ গেল এক চালকের

যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ার ও গ্রেটার ম্যানচেস্টারের মধ্যবর্তী এম-সিক্স মহাসড়কে উল্টো পথে গাড়ি চালানোর ঘটনায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ভক্সহল অ্যাস্ট্রা গাড়ির চালক, পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। রবিবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটের কিছু পর চারনক রিচার্ড সার্ভিস এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে।

ল্যাঙ্কাশায়ার পুলিশ জানিয়েছে, ভক্সহল অ্যাস্ট্রা গাড়িটি দক্ষিণমুখী লেনে উল্টো দিক দিয়ে চলছিল এবং কিছুক্ষণের মধ্যেই সেটি একটি টয়োটা করোলার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। করোলা গাড়ির চালক ও যাত্রী—দুজনই চল্লিশের কোঠার পুরুষ—গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এবং সেখানে তারা চিকিৎসাধীন।

ন্যাশনাল হাইওয়েজ নর্থ ওয়েস্টের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর এম-সিক্সের দক্ষিণমুখী লেন জংশন ২৮ (লেইল্যান্ড) থেকে জংশন ২৭ (স্ট্যান্ডিশ) পর্যন্ত ১৫ ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল। প্রায় দুপুর ১২টা ৫০ মিনিটে (GMT) পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। এসময় উত্তরমুখী লেনের দুটি অংশও সাময়িকভাবে বন্ধ ছিল। সড়ক বন্ধ থাকায় যানজটে আটকে থাকা যাত্রীদের স্বাভাবিক সময়ের তুলনায় গড়ে ১০০ মিনিট বেশি সময় লেগেছে।

দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে ল্যাঙ্কাশায়ার পুলিশ। সংস্থাটি জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাস্ট্রা গাড়িটি উল্টো পথে চলছিল, তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। পুলিশ আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করছে।

পুলিশের সড়ক দুর্ঘটনা ইউনিটের সার্জেন্ট রেবেকা প্রাইস বলেন, নিহত ব্যক্তির পরিবারের প্রতি পুলিশের গভীর সমবেদনা রয়েছে। তিনি জানান, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে আছে এবং জনসাধারণের সহায়তা প্রয়োজন। “যারা দুর্ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বা যাদের কাছে ড্যাশক্যাম ফুটেজ রয়েছে, তারা যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন,” বলেন সার্জেন্ট প্রাইস।

তিনি আরও জানান, দুর্ঘটনার কিছু সময় আগে রাত ৯টা ১৫ মিনিটের দিকে প্রেস্টনের ব্ল্যাকপুল রোডে অ্যাস্ট্রা গাড়িটি একটি ক্ষতিসাধনমূলক ছোট দুর্ঘটনায় জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। সেখানকার কোনো ফুটেজও তদন্তে সহায়তা করতে পারে বলে পুলিশ মনে করছে।

স্থানীয় সম্প্রদায়ের মধ্যে দুর্ঘটনাটি নিয়ে আলোচনা চললেও, পুলিশ জনগণকে অনলাইনে অনুমানভিত্তিক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। সার্জেন্ট প্রাইস বলেন, “মনে রাখবেন, এই দুর্ঘটনায় বাস্তব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনার অনলাইন মন্তব্য তাদের পরিবার ও প্রিয়জনের কাছে কষ্টদায়ক হতে পারে।”

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে হাসপাতালের রেকর্ড রুমে পানিতে ভিজে কয়েক’শো রুগীর নথিপত্র নষ্ট

ব্রিটেনের এসাইলাম সেন্টারে উপচে পড়া ভীড়ঃ মিথ্যা পরিচয়ে ব্রিটেনে ঢুকছে হাজারো মানুষ

যুক্তরাজ্যের ইয়র্কশায়ারে হোসপাইপ নিষেধাজ্ঞাঃ আইন ভাঙলে £১,০০০ জরিমানা