3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে কাউন্সিল ট্যাক্সের বিল ৫% পর্যন্ত বাড়তে যাচ্ছে

যুক্তরাজ্যের লেবার সরকার নিশ্চিত করেছে যে আগামী বছর কাউন্সিল ট্যাক্স ৫% বৃদ্ধি করা হবে। যার ফলে গড়প্রতি প্রত্যেকটি পরিবারের বিল £১০০ পাউন্ড পর্যন্ত বাড়তে পারে।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি বুধবার বলেছেন, স্থানীয় কর্তৃপক্ষ যে পরিমাণে বিল বাড়াতে পারে, সেই সীমাও “একই থাকবে”। সংসদে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে প্রশ্নোত্তর সেশনে কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেনোচ জিজ্ঞাসা করেন তিনি কি কাউন্সিল ট্যাক্সের সীমা ধরে রাখবেন কিনা, সে বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি প্রধানমন্ত্রী।

কমন্সে বক্তৃতাকালে স্টারমার এমপিদের বলেন, ” সবাইকে জানানো হবে কি ব্যবস্থা নেওয়া হতে পারে।” পরবর্তীতে বুধবার, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি জানান, ” ট্যাক্স বর্ধনের সীমা একই থাকবে।”

তথ্যমতে জানা যায়, কাউন্সিল ট্যাক্স ৫% বৃদ্ধি বর্তমান মুদ্রাস্ফীতির স্তরের প্রায় তিনগুণ। যা অক্টোবরে ১.৭% এ নেমে এসেছিল। ২০২১ সালের পর প্রথমবার এটি ২% এর নিচে নেমেছিল।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইংল্যান্ডে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক ২০২৪-২৫ সালের জন্য নির্ধারিত গড় ব্যান্ড ডি কাউন্সিল ট্যাক্স £২,১৭১ ছিল, যা আগের বছরের তুলনায় £১০৬ বা ৫.১% বৃদ্ধি নির্দেশ করে।

ব্যাডেনোচ ইংল্যান্ডে তহবিল সংকটে থাকা কাউন্সিলগুলির জন্য সরকারের তহবিল পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে চাপ প্রদান করেন। স্টারমার টোরিদের অভিযুক্ত করে বলেন, কনজারভেটিভ দল স্থানীয় কর্তৃপক্ষকে “একেবারে বিপর্যয়কর অবস্থায়” রেখে ক্ষমতা ছাড়ে। সাম্প্রতিক বছরগুলোতে ট্যাক্স বৃদ্ধি ২.৯৯% এ সীমাবদ্ধ ছিল, যখন স্যোশাল কেয়ারের জন্য দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলগুলির জন্য অতিরিক্ত ২% ট্যাক্স বৃদ্ধি অনুমোদিত ছিল। কাউন্সিলগুলি ট্যাক্সের হার ৫% পর্যন্ত বাড়াতে পারে, তবে তার বেশি বৃদ্ধি করতে সরকারের অনুমতি বা গণভোটের প্রয়োজন হবে।

উল্লেখ্য যে, স্থানীয় সরকার অ্যাসোসিয়েশনের এক জরিপে দেখা যায় চারটির মধ্যে একটি কাউন্সিল জানিয়েছে তাদের পরবর্তী দুই বছরে দেউলিয়া হওয়া থেকে বাঁচতে জরুরি সহায়তার প্রয়োজন হতে পারে। তাই কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৫ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

একাউন্টিং ও ট্যাক্স সলিউশনের উপর নতুন অনুষ্ঠান TV3 বাংলাতে

নিউজ ডেস্ক

সব ধর্মাবলম্বীদের মাঝে ইসলাম ছড়িয়ে দিতে ব্রিটেনের মসজিদগুলোর দারুণ উদ্যোগ

যুক্তরাজ্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ‘র সভাপতির গণসংবর্ধনা

নিউজ ডেস্ক