TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ক্যামেরা ফাঁকি দিতে অবৈধ নম্বরপ্লেট ব্যবহারঃ ট্যাক্সিচালকের লাইসেন্স বাতিল

অবৈধ নম্বরপ্লেট ও জাল বীমা সনদ ব্যবহারের অভিযোগে এক ট্যাক্সিচালকের লাইসেন্স বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চেলটেনহ্যাম বরো কাউন্সিল জানিয়েছে, ১৫ নভেম্বর চেলটেনহ্যামে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতার সময় তাদের এনফোর্সমেন্ট টিম ও অ্যাভন অ্যান্ড সামারসেট পুলিশের যৌথ অভিযানে ওই চালককে শনাক্ত করা হয়।

 

পরিদর্শনের সময় দেখা যায়, উলভারহ্যাম্পটনে লাইসেন্সপ্রাপ্ত ওই ট্যাক্সিচালকের গাড়িতে কোনো বৈধ লাইসেন্স ব্যাজ প্রদর্শিত ছিল না। একই সঙ্গে গাড়িটিতে ব্যবহৃত হচ্ছিল তথাকথিত ‘জাল নাম্বার প্লেট’, যা একটি অবৈধ নম্বরপ্লেট পদ্ধতি। এই ধরনের নম্বরপ্লেট নম্বর শনাক্তকরণ ক্যামেরাকে ফাঁকি দিতে ব্যবহৃত হয়, যার মাধ্যমে বিভিন্ন ফি ও চার্জ এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

পরবর্তী তদন্তে আরও গুরুতর তথ্য সামনে আসে। কর্তৃপক্ষ নিশ্চিত করে যে, চালকটি উলভারহ্যাম্পটন কাউন্সিলের কাছে একটি জাল বীমা সনদ জমা দিয়েছিলেন, যা লাইসেন্স পাওয়ার শর্তের স্পষ্ট লঙ্ঘন।

এই অনিয়মের প্রেক্ষিতে সিটি অব উলভারহ্যাম্পটন কাউন্সিলের লাইসেন্সিং টিম চালকের প্রাইভেট হায়ার লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স—উভয়ই বাতিল করে। পাশাপাশি, ভবিষ্যতে তিনি যেন অন্য কোনো এলাকায় নতুন করে লাইসেন্স নিতে না পারেন, সে জন্য তাকে একটি জাতীয় রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে তিনি আবার আবেদন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সতর্ক হবে।

চেলটেনহ্যাম বরো কাউন্সিলের নিরাপত্তা ও কমিউনিটি বিষয়ক ক্যাবিনেট সদস্য ভিক্টোরিয়া অ্যাথারস্টোন বলেন, চেলটেনহ্যাম শহরে ট্যাক্সি ও প্রাইভেট হায়ার সেবার নিরাপত্তা ও আইনি বৈধতা নিশ্চিত করতে কাউন্সিল দৃঢ়প্রতিজ্ঞ। তিনি জানান, অন্য কর্তৃপক্ষের লাইসেন্সপ্রাপ্ত ট্যাক্সির ক্ষেত্রেও এই নীতি সমানভাবে প্রযোজ্য।

তিনি আরও বলেন, ‘জাল নাম্বার প্লেট সম্পূর্ণ অবৈধ’, এবং যারা কর্তৃপক্ষ, স্থানীয় বাসিন্দা ও শহরে আগত দর্শনার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের জন্য বার্তাটি পরিষ্কার—এ ধরনের অপরাধ ধরা পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এই ঘটনা ট্যাক্সি খাতে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর নজরদারি ও শূন্য সহনশীলতার নীতিরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

সৌদিতে চাকরি খুঁজছেন টরি এমপি

কোভিডকালে প্রতারণামূলক ঋণ পরিচালনার জেরে ট্রেজারি মন্ত্রীর পদত্যাগ

অনলাইন ডেস্ক

এবারের বাজেটে যা ঘোষণা দিতে যাচ্ছেন ঋষি সুনাক