যুক্তরাজ্য চেইন সুপার শপ খাতে ২০২৩ সালে ব্যাপক পরিবর্তন দেখেছে। বছরজুড়ে বিভিন্ন চেইনের অন্তত পাঁচ হাজার স্টোর বন্ধ হয়েছে। এ হিসাব অনুসারে, গত বছর প্রতিদিন গড়ে ১৪টি স্টোর বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার কারণের মধ্যে অন্যতম ব্যাংক খাতে ব্যর্থতা এবং নতুন করে যুক্ত হয়েছে অনলাইনে কেনাকাটার অভ্যাস।
ক্ষতিগ্রস্ত এসব স্টোরের সবচেয়ে বড় অংশ ফার্মেসি। গত বছর ফার্মেসি আউটলেট বন্ধ হয়েছে ৭৮৭টি। এরপর বন্ধের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ ছিল পানীয় বিক্রির দোকান বা পাব। গত বছর অন্তত ৭২২টি পাব বন্ধ হয়েছে। যার বেশির ভাগই ছিল উইদারস্পুনস ও স্টোনগেটের মতো চেইন পাব।
এসব তথ্য দিয়েছে পরামর্শ সংস্থা প্রাইস ওয়াটার কুপার্স (পিডব্লিউসি)। পরিসংখ্যান অনুসারে নতুন স্টোর খোলার বিপরীতে নিট বন্ধের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬২৭। তবে এটি ২০২১ সালের কভিড-১৯ মহামারী-পরবর্তী রেকর্ডের এক-তৃতীয়াংশ।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে
২৬ মার্চ ২০২৪