12.9 C
London
October 27, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে চিকিৎসা সেবা নিয়ে চলছে জটিলতা

যুক্তরাজ্যে হাসপাতালে রুটিন চেকের জন্য অপেক্ষমাণ রোগীদের সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আনুমানিক ৭.৬৮ মিলিয়ন মানুষ জুলাইয়ের শেষে চিকিৎসা শুরু করার অপেক্ষায় ছিলেন যা জুন মাসের ৭.৫৭ মিলিয়ন থেকে বেশি।

এই ক্রমবর্ধমান সংখ্যা ২০০৭ সালের আগস্ট হতে শুরু হওয়া সংরক্ষিত রেকর্ডগুলির মধ্যে সর্বোচ্চ সংখ্যা। যা টানা অষ্টম মাস পর্যন্ত ক্রমবর্ধমান বৃদ্ধি চিহ্নিত করেছে বলে জানায় জাতীয় পরিসংখ্যান বিভাগ।

পরিসংখ্যান অনুযায়ী ইংল্যান্ডের মোট ৩,৮৯,৯৫২ জন লোক এক বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা সেবার জন্য অপেক্ষা করে আসছেন।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক ২০২৩ সালের মধ্যে চিকিৎসা ব্যবস্থার দীর্ঘ অপেক্ষমান তালিকা হ্রাস করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়। প্রধানমন্ত্রী গত জানুয়ারিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত চিকিৎসা দেওয়া হবে যাতে অপেক্ষমান তালিকা হ্রাস করা সম্ভব হয়।

উল্লেখ্য যে, সরকার এবং এনএইচএস ২০২৪ সালের এপ্রিলের মধ্যে সকল অপেক্ষমান রোগিদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে বলে জানান একজন সরকারী কর্মকর্তা। তবে ব্যতিক্রমী জটিল রোগীদের ক্ষেত্রে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে তথ্যানুযায়ী জানা যায়।

এম.কে
১৪ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

Legal advice by M Salim | 8 March

১৯ জুলাই ইংল্যান্ডে করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে সেপ্টেম্বরের পর থেকে করোনায় সবচেয়ে কম মৃত্যু

নিউজ ডেস্ক