25.1 C
London
September 19, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ট্রাম্প–স্টারমার বৈঠকঃ অবৈধ অভিবাসনে সেনা ব্যবহারের পরামর্শ

লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। অবৈধ অভিবাসন মোকাবিলায় যুক্তরাজ্যকে সেনাবাহিনী ব্যবহারের পরামর্শ থেকে শুরু করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘হতাশাজনক’ আখ্যা এবং আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফেরত নেওয়ার ইঙ্গিত—সবই উঠে আসে তার কথায়।

 

অভিবাসন প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন তিনি শূন্য পর্যায়ে নামিয়ে এনেছেন। স্টারমারের উদ্দেশে তিনি বলেন, “অভিবাসন ভেতর থেকে দেশ ধ্বংস করে দেয়। যেভাবেই হোক এটা থামাতে হবে, সেনাবাহিনী ব্যবহার করে হলেও।” এর জবাবে স্টারমার জানান, যুক্তরাজ্যে এ সমস্যা মোকাবিলায় ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং নতুন রিটার্নস চুক্তির আওতায় প্রথম অভিবাসীকে ফ্রান্সে পাঠানো হয়েছে।

রাশিয়া প্রসঙ্গে ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনার আশা করেছিলেন তিনি, কিন্তু পুতিন তাকে ‘হতাশ’ করেছেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে সমালোচনা এড়িয়ে গেলেও আন্তর্জাতিক মঞ্চে রুশ নেতার ওপর সরাসরি আঘাত হানেন তিনি।

সংবাদ সম্মেলনে আরেকটি আলোচ্য বিষয় ছিল জ্বালানি নিরাপত্তা। উত্তর সাগরের তেল ও গ্যাস উত্তোলন বাড়ানোর পক্ষে অবস্থান প্রকাশ করেন ট্রাম্প। এ বিষয়ে কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেনক সমর্থন জানিয়ে বলেন, প্রাকৃতিক সম্পদ কাজে লাগানো ছাড়া বিকল্প নেই।

ধর্ম প্রসঙ্গেও প্রশ্ন ওঠে। ব্রিটেন এখনো খ্রিস্টান দেশ কিনা জানতে চাইলে স্টারমার বলেন, “আমাকে খ্রিস্টান করা হয়েছিল। চার্চ অব ইংল্যান্ড আমার চার্চ, আজীবন তাই ছিল। তবে আমরা অন্যান্য ধর্মকেও সম্মান করি এবং উদযাপন করি।” যদিও তিনি নিজেকে নাস্তিক হিসেবে পূর্বে প্রকাশ্যে উল্লেখ করেছেন।

সবচেয়ে চমকপ্রদ মন্তব্য আসে আফগানিস্তান নিয়ে। ট্রাম্প জানান, তালেবানের সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্র আবার বাগরাম এয়ারবেস নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তার ভাষায়, “এটা হয়তো ব্রেকিং নিউজ—আমরা বাগরাম ফেরত চাই। কারণ চীনের পারমাণবিক অস্ত্র তৈরির জায়গা থেকে এটি মাত্র এক ঘণ্টার দূরত্বে।”

বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প এ বার্তাগুলোতে কূটনৈতিক ভদ্রতা বজায় রাখলেও তাঁর বক্তব্যে ভবিষ্যৎ মার্কিন কৌশলের আভাস স্পষ্ট। তাই অভিবাসন ও জ্বালানি ইস্যুতে যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন বিতর্কও সৃষ্টি হতে পারে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৯ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

দক্ষ শরণার্থীদের ৫ বছরের ওয়ার্ক ভিসা দিবে যুক্তরাজ্য

সাক্ষাৎকার ছাড়াই প্রায় ১২০০০ জনকে আশ্রয় দেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাজ্যে সরকার

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে পণ্যের মূল্য বৃদ্ধির পরিকল্পনা ব্যবসায়ীদের, কর-বেতন বৃদ্ধির চাপ