14.8 C
London
July 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ডাক্তারদের ধর্মঘট নাইজাল ফারাজের জন্য আশীর্বাদ, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেছেন, আবাসিক ডাক্তারদের আসন্ন ধর্মঘট হলে তা হবে ডানপন্থী রাজনীতিক নাইজেল ফারাজের জন্য এক “উপহার”। তিনি বলেন, এখনই যদি এনএইচএস ব্যর্থ হয়, ফারাজ এটিকে বীমা-ভিত্তিক ব্যবস্থায় রূপান্তরের পক্ষে প্রমাণ হিসেবে তুলে ধরবেন।

স্ট্রিটিং লেবার এমপিদের এক বৈঠকে বলেন, “আমরা জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস)-এর অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আছি। যদি আমরা ব্যর্থ হই, তা প্রমাণ হবে যে এই পরিষেবা ব্যর্থ হয়েছে এবং এটি বাতিল করে বীমা-ভিত্তিক ব্যবস্থা আনার সময় এসেছে।”

আগামী ২৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া পাঁচ দিনের ধর্মঘট ঠেকাতে তিনি ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন। বিএমএ দাবি করছে, ২৯ শতাংশ বেতন বৃদ্ধি ছাড়া বিকল্প নেই, কারণ গত কয়েক বছরে প্রকৃত আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

স্ট্রিটিং বলেন, “ধর্মঘট এখন অপ্রয়োজনীয়, অন্যায্য এবং আত্মঘাতী। আমরা ইতোমধ্যে গত তিন বছরে আবাসিক ডাক্তারদের বেতন ২৮.৯ শতাংশ বাড়িয়েছি। এমন অবস্থায় ধর্মঘট সাধারণ জনগণের কষ্ট বাড়াবে, এনএইচএসের ওপর চাপ আরও বাড়াবে।”

তিনি আরও বলেন, বিএমএর পক্ষ থেকে সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা হাসপাতাল কর্তৃপক্ষকে ধর্মঘটের বিষয়ে আগে না জানায়, যা জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তিনি একে “চরম দায়িত্বজ্ঞানহীনতা” হিসেবে অভিহিত করেন।

বিএমএর পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড মহামারিতে যারা দিনরাত নিরলস পরিশ্রম করেছেন, তারা আজ প্রকৃত মজুরি হ্রাসের শিকার। এমা রান্সউইক, বিএমএর ডেপুটি চেয়ার বলেন, “আমরা এখনও ২০২০ সালের চেয়েও বেতনে পিছিয়ে আছি।”

স্ট্রিটিং আরও জানান, বেতন কাঠামোয় আর সমঝোতার অবকাশ নেই, তবে কর্মসংস্থান এবং বিশেষায়িত প্রশিক্ষণ পোস্ট নিয়েও আলোচনা হতে পারে। তিনি বলেন, “এনএইচএসের অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন মূল লড়াই। এই লড়াই আমি জিততে চাই।”

তিনি স্বীকার করেন, ধর্মঘট হলে অনেক রোগীর চিকিৎসা বিলম্বিত হবে। নিজের আত্মীয়ের চিকিৎসা স্থগিত হওয়ার সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, “আমি নিজেই পরিবারে সেই অনিশ্চয়তার মধ্যে আছি। আর দেশের লাখো মানুষও একই দুশ্চিন্তায় ভুগছেন।”

এই সংকটে, এনএইচএসকে বাঁচাতে সরকার ও চিকিৎসকদের মধ্যে জরুরি সমঝোতার আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৫ জুলাই ২০২৫

আরো পড়ুন

পূর্ব লন্ডনে বক্সিং তারকার ঘড়ি ছিনতাই

ইংল্যান্ডে রোগী হস্তান্তরে বিলম্বের কারণে বিপদে পড়ে দিনে হাজারের বেশি রোগী

নিরাপত্তা হুমকি: দেহরক্ষী পেলেন যুক্তরাজ্যের ৩ নারী এমপি