যুক্তরাজ্যে ড্রাইভিং দক্ষতা আরও বাস্তবভিত্তিক করার লক্ষ্যে প্রাকটিকেল ড্রাইভিং টেস্টের নিয়মে আসছে বড় পরিবর্তন। ২৪ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নির্দেশনায় পরীক্ষার্থীদেরকে ব্যস্ত সড়ক, গ্রামীণ পথ ও ডুয়েল ক্যারেজওয়েতে বেশি সময় গাড়ি চালাতে হবে।
নতুন নীতিতে শহরের গলিপথ ও ছোট ‘স্টপেজ’-ভিত্তিক পরীক্ষার অংশ কমিয়ে আনা হচ্ছে। এর পরিবর্তে পরীক্ষার্থীরা দ্রুতগতির সড়কে গাড়ির নিয়ন্ত্রণ, সঠিক লেন ম্যানেজমেন্ট, জংশন সামলানো এবং উচ্চগতির ট্রাফিক পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা প্রদর্শনের ওপর গুরুত্ব দিতে হবে।
ড্রাইভিং স্ট্যান্ডার্ডস এজেন্সি জানায়, যুক্তরাজ্যের বর্তমান ট্রাফিক চাহিদা ও বাস্তব পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে এই পরিবর্তন জরুরি হয়ে ওঠে। বিশেষ করে গ্রামীণ ও ডুয়েল ক্যারেজওয়ে সড়কে দুর্ঘটনার হার বেশি হওয়ায় পরীক্ষার মাধ্যমেই চালকদের দক্ষতা আরও দৃঢ় করা প্রয়োজন বলে মন্তব্য করেছে সংস্থাটি।
পরীক্ষার নতুন কাঠামোতে লার্নারদের জন্য চ্যালেঞ্জ বাড়লেও ড্রাইভিং নিরাপত্তা বৃদ্ধি ও রাস্তায় দক্ষ ড্রাইভার তৈরিতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা আশা করছে, অভিজ্ঞতার পরিধি বাড়লে নতুন চালকেরা রাস্তায় আরও আত্মবিশ্বাসী ও দায়িত্বশীলভাবে গাড়ি চালাতে পারবেন।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

