TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ড্রাগন বোট উৎসব উদযাপন

শনিবার যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের সালফোর্ড বন্দরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে চীনের ঐতিহ্যবাহী ড্রাগনবোট ফেস্টিভ্যাল।
দু’দিনব্যাপী ড্রাগনবোট রেস প্রতিযোগিতায় শিক্ষার্থী, কোম্পানি এবং স্থানীয় সামাজিক সংস্থার ৪০টি অপেশাদার দল অংশ নেয়।
চীনের ঐতিহ্যবাহী এ উৎসব চীনের পাশাপাশি ইউরোপ জুড়ে জনপ্রিয়তা পেয়েছে।
ম্যানচেস্টার মিউজিয়ামের পরিচালক এসমে ওয়ার্ড বলেন, ‘উৎসবের মাধ্যমে ভিন্ন দেশের বিভিন্ন প্রজন্মের মানুষ, সম্প্রদায় এবং সংস্থা এক হয়। এখানে উদযাপিত ড্রাগনবোট উৎসবের মাধ্যমে এদেশের মানুষ ভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে এবং শিখতে পারছে’।
এম.কে
১৯ জুন ২০২৩

আরো পড়ুন

ইংল্যান্ড রাজপরিবারে বাড়ি নিয়ে চাচা-ভাতিজার নতুন দ্বন্দ্ব

স্যু গ্রের তদন্তে উঠে এসেছে ডাউনিং স্ট্রিটের দুর্নীতির অন্ধকার অধ্যায়

খালি করা হলো বার্মিংহাম বিমানবন্দর, সমস্ত ফ্লাইট স্থগিত