11.9 C
London
December 9, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে তরুণ বেকারত্ব কমাতে স্টারমার সরকারের ৫০ হাজার শিক্ষানবিশ পরিকল্পনা

যুক্তরাজ্য সরকার আগামী তিন বছরের মধ্যে ৫০ হাজার নতুন শিক্ষানবিশ সুযোগ তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে, যার প্রধান লক্ষ্য বাড়তে থাকা তরুণ বেকারত্ব মোকাবিলা করা। দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যে তরুণদের মধ্যে কর্মসংস্থানের ঘাটতি নিয়ে উদ্বেগ বাড়ছিল, আর এবার সে সমস্যা সমাধানে বড় উদ্যোগে নামল স্টারমার সরকার।

উকিং-এর ম্যাকলারেন কারখানায় সফরকালে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার শিক্ষানবিশদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজ পরিদর্শন করেন। তিনি বলেন, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের ক্ষেত্রে তার সরকার “মিশনে নেমেছে” এবং আগামী বছরগুলোতে তরুণদের জন্য আরও বিস্তৃত সুযোগ নিশ্চিত করা হবে। উল্লেখযোগ্যভাবে এই সফরটি হয় ফর্মুলা–১ তারকা ল্যান্ডো নরিস বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মাত্র একদিন পর, যা ঘটনাটিকে আরও আলোচনায় আনে।

সরকারি পরিসংখ্যান বলছে, গত এক দশকে তরুণদের শিক্ষানবিশ কর্মসূচিতে অংশগ্রহণ প্রায় ৪০ শতাংশ কমেছে। ফলে বাজারে দক্ষ কর্মী ঘাটতি বেড়ে গেছে, যা শিল্প ও প্রযুক্তি খাতের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, শ্রমবাজারে প্রতিযোগিতা ধরে রাখতে শিক্ষানবিশ কর্মসূচি বিস্তৃত করা জরুরি হয়ে পড়েছিল।

বর্তমানে প্রায় ১০ লাখ তরুণ—যাদের বয়স ১৬ থেকে ২৪ বছরের মধ্যে—কাজে নেই এবং কোনো শিক্ষা বা প্রশিক্ষণেও যুক্ত নয় (NEET)। বিশ্লেষকেরা বলছেন, এই বিপুল সংখ্যক তরুণকে কর্মসংস্থানের আওতায় আনাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নতুন শিক্ষানবিশ নীতি বাস্তবায়ন হলে এই শ্রেণির তরুণদের উল্লেখযোগ্য অংশ কর্মক্ষেত্রে ফিরে আসবে বলে আশা করা যাচ্ছে।

সরকারের এই উদ্যোগকে ইতিবাচক বলে মনে করছেন শিল্পখাতের নেতারা। তাদের মতে, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, স্বচালিত যান প্রস্তুতিসহ বিভিন্ন আধুনিক খাতে দক্ষতার চাহিদা দ্রুত বাড়ছে, যা পূরণে শিক্ষানবিশ কর্মসূচি বড় ভূমিকা রাখবে। নতুন সুযোগগুলো বাস্তবায়িত হলে তা তরুণদের ভবিষ্যৎ কর্মজীবনে সুস্পষ্ট ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা বিশ্বাস করেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ঝলমলে শরৎ আসতে এবার আর বাঁধা নেই

আবহাওয়া বিপর্যয়ে প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়তে পারে যুক্তরাজ্যসহ সমগ্র ইউরোপে

যুক্তরাজ্যে রাচেল রিভসের বাজেটঃ আশ্রয় হোটেল বন্ধের ঘোষণা, শিশুদের জন্য নতুন আশা