TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে দাঙ্গায় লন্ডন মেয়র সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন

যুক্তরাজ্যে দাঙ্গার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। লন্ডন মেয়র সাদিক খান লন্ডনবাসীদের দাঙ্গার এই সময়ে বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের থেকে নিরাপদ থাকার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী জিম ম্যাকমাহন স্বীকার করেছেন বুধবার আরও দাঙ্গার আশঙ্কা তিনি করছেন। সারা দেশ জুড়ে লোকেরা খুব উদ্বিগ্ন বোধ করছে বলে তিনি স্বীকার করে নেন।

লন্ডন মেয়র মুসলমান এবং সংখ্যালঘু নৃগোষ্ঠীর বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকার বিষয়ে কথা বলেন। মেয়র জানান রেসিজম ও হিংসাত্মক আক্রমণের কারণে ইতিমধ্যে মানুষ ভয় পেয়েছেন।

সাদিক খান জানান, সাম্প্রতিক দাঙ্গার পরে মুসলিম এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তাজনিত সমস্যা সৃষ্টি হয়েছে।

লন্ডনের মেয়র আরো বলেন, “আমাদের বিভিন্ন শহরে ঘৃণা ও ভয় ছড়িয়ে দেওয়া হচ্ছে। তবে কেউ যদি আইনভঙ্গ করেন তবে তার বিরুদ্ধে কঠিন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে”।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৭ আগস্ট ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে মে মাসে আসছে ট্রেন ধর্মঘটের ডাক

তীব্র ঠাণ্ডায় জমে গিয়েছে ব্রিটেন, রাস্তায় ঠান্ডায় জমে মৃত্যু

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের খাবার পানি’র উৎস মিঠা পানির হ্রদে বিষক্রিয়া, বিপর্যয়ের শঙ্কা