4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে দারুল হাদিস লতিফিয়া মাদরাসার ইফতার মাহফিল সম্পন্ন

প্রেয়ার হল নির্মাণ কাজে কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেছেন দারুল হাদিস লতিফিয়া লন্ডন কমিউনিটি কর্তৃপক্ষ। দারুল হাদিস লতিফিয়া লন্ডন এর উদ্যোগে  ইফতার মাহফিল বৃহস্পতিবার ২১ মার্চ মাদরাসা সংলগ্ন একটি হলে অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র জনাব লুৎফর রহমান।

মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ুন তালুকদার, কাউন্সিলর ও ক্যাবিনেট মেম্বার সাইদ আহমদ, মাদরাসা ট্রাস্ট এর  চেয়ারম্যান আল্লামা আব্দুল জলিল, মাদরাসার মুহাদ্দীছ মাওলানা শেহাব উদ্দীন, আনজুমানে আল ইসলাহ ইউকে’র সভাপতি মাওলানা নজরুল ইসলাম, গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, কমিউনিটি নেতা পারভেজ কুরাইশি, ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাহহার প্রমুখ।

মাদরাসার কো-হেড টিচার মাওলানা মুফতি মারুফ আহমদ এর পরিচালনায় মাহফিলে মাদরাসার ছাত্ররা কিরাত ও নাশিদ পরিবেশন করে অনুষ্ঠান শুরু করেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর কবির আহমদ, কাউন্সিলর আহমদুল কবির, কমিউনিটি নেতা সৈয়দ আবদুল্লাহ তারেক, মুফতি ইলিয়াস হোসাইন, চ্যানেল ইউরোপ এর ডিরেক্টর শোয়েব চৌধুরী, টিভি থ্রি’র ডিরেক্টর মঈনুল হোসেন মুকুল, এলবি24 এর ডিরেক্টর শাহ ইউসুফ, মাওলানা মুফতি আশরাফুর রহমান, গভর্নিং বডির সদস্য কমর উদ্দীন চৌধুরী পাপলু, নজরুল ইসলাম গজনবী, মাওলানা আব্দুল আউয়াল হেলাল, হাফিজ মাওলানা কয়েছুজ্জামান, মাদরাসার সেক্রেটারি বদরুল ইসলাম, ব্রিকলেন ফিনারেল এর ডিরেক্টর শওকত হোসাইন সিদ্দীকী, রেইনহাম ইডুকেশন ও কালচারাল এসোসিয়েশন এর সেক্রেটারি আজিজুর রহমান, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, জয়নুল আহমদ, মাওলানা শাহিন আহমদ, মাওলানা ফরছল আহমদ, মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, মাওলানা মুসলেহ উদ্দীন, মাওলানা মোজতাবা হাসান চৌধুরী নোমান সদরুল ইসলামসহ বহুসংখ্যক অভিভাবক, ছাত্র-শিক্ষক ও কমিউনিটি নেতৃবৃন্দ।

মাহফিলে মাদরাসার নতুন প্রেয়ার হল এর কাজ ও ফান্ড রেইজ এর তথ্য তুলে ধরে ডোনার ওয়ালে সকলকে নাম লিখানোসহ সকল প্রকার সহযোগিতার জন্য আহ্বান জানান মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরী। মাহফিলে মোনাজাত করেন শায়খুল হাদীস আল্লামা আব্দুল জলিল।

এম.কে
২৩ মার্চ ২০২৪

আরো পড়ুন

চিপ উৎপাদন ও গবেষণায় যুক্তরাজ্যের নতুন প্রকল্প

যুক্তরাজ্য ভ্রমণের নতুন গাইডলাইনে যা বলা হয়েছে

অনলাইন ডেস্ক

সার্জারির পর প্রিন্সেস কেটের প্রথম ছবি প্রকাশ