8.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে দোরাইস্বামীকে গুরুদ্বারে প্রবেশে বাধা খালিস্তানিদের

যুক্তরাজ্যে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে স্কটল্যান্ডে গুরুদ্বারে প্রবেশে গতকাল শুক্রবার বাঁধা দিয়েছে খালিস্তান সমর্থকরা। শনিবার গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানা গিয়েছে।

শিখ নেতা হারদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে ভারত ও কানাডার সম্পর্ক ইতিমধ্যে তলানিতে ঠেকেছে। নিজ্জরের হত্যাকাণ্ডে ভারত সরকারের যোগসাজশ থাকতে পারে-জাস্টিন ট্রুডোর এমন দাবির পর দেশ দুইটির চরম উত্তেজনা চলছে। আর এরই মধ্যে যুক্তরাজ্যে এবার ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এমন ঘটনা ঘটল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, এক জন খালিস্তানি কর্মী স্কটল্যান্ডে গুরুদ্বারে প্রবেশে দোরাইস্বামীকে বাঁধা দিচ্ছেন। ভিডিওতে হাই কমিশনারের গাড়ির কাছে দুই ব্যক্তিকে দেখা যাচ্ছে। তাদের মধ্যে একজন হাই কমিশনারের গাড়ির দরজা খোলার চেষ্টা চালাচ্ছে। এরপরেই গুরুদ্বার প্রাঙ্গণ থেকে দোরাইস্বামীর গাড়ি চলে যায়।

সংবাদমাধ্যম জানায়, গুরুদ্বারের ম্যানেজিং কমিটির আমন্ত্রণে সেখানে যান দোরাইস্বামী। আরেক ভিডিওতে দেখা যায়, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা গুরুদ্বারের ম্যানেজিং কমিটিকেও হুমকি দিচ্ছে। এ ঘটনায় ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এ নিয়ে পুলিশি অভিযোগ করা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

এম.কে
৩০ সেপ্টেম্বর ২০২৩

 

আরো পড়ুন

১৯৪৮ সালের পর বৃহত্তম অর্থনৈতিক অগ্রগতির পথে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে নবজাতকদের চিকিৎসা পদ্ধতি চলছে মান্ধাতার আমলের ব্যবস্থায়

জীবনে সফল হতে বিশ্ববিদ্যালয়ে পড়া জরুরি নয়ঃ ঋষি সুনাক