20.4 C
London
July 3, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত করবিনের, লেবার পার্টির জন্য নতুন চ্যালেঞ্জ

বামপন্থী স্বতন্ত্র এমপিদের সঙ্গে জোটবদ্ধ হয়ে নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক লেবার নেতা জেরেমি করবিন।
আইটিভির ‘পেস্টন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে করবিন জানান, ইন্ডিপেনডেন্ট অ্যালায়েন্স নামে একটি জোট ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং একটি “বিকল্প” সামনে আনা হবে।

তিনি বলেন, নতুন দল গঠনের আলোচনা চলছে এবং এটি দারিদ্র্য, বৈষম্য ও শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতিকে গুরুত্ব দেবে।

লেবার পার্টির গাজা-নীতি নিয়ে মতবিরোধে যারা প্রার্থী হয়েছিলেন এবং নির্বাচনে লেবারকে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছেন, এমন চারজন সদস্য রয়েছেন করবিনের এই জোটে।

ইন্ডিপেনডেন্ট অ্যালায়েন্সে থাকা এমপিরা হলেন—লেস্টার সাউথের শোকাত আদম, বার্মিংহাম পেরি বার-এর আয়ুব খান, ব্ল্যাকবার্নের আদনান হুসাইন এবং ডিউসবুরি ও ব্যাটলির ইকবাল মোহাম্মদ।

এই দল রিফর্ম ইউকে ও ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির সমান সংখ্যক এমপি নিয়ে সংসদে কার্যকর অবস্থানে রয়েছে।

২০২০ সালে কেয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি থেকে বরখাস্ত হওয়ার পর করবিন স্বতন্ত্র এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন দল গঠনের ইঙ্গিত দিয়ে করবিন বলেন, “আমি কাজ করতে এসেছি, জনগণের সেবা করাই আমার লক্ষ্য।”

তিনি জানান, ইন্ডিপেনডেন্ট অ্যালায়েন্স গত এক বছরে সংসদে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে এবং এই জোটের প্রথম বর্ষপূর্তি সামনে রয়েছে।

করবিনের এ উদ্যোগ লেবার পার্টির কেন্দ্রঘেঁষা অবস্থানকে চ্যালেঞ্জ করতে পারে এবং নির্বাচনে বামপন্থী ভোট ভাগ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৩ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, লাগবে না আইইএলটিএস

যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে আটকে গেল স্কটল্যান্ডের স্বাধীনতা গণভোট

অনলাইন ডেস্ক

ব্রিটেনের শীর্ষ ধনী পরিবারের প্রধান এসপি হিন্দুজার প্রয়াণ