20.7 C
London
August 2, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে নর্থাম্বারল্যান্ডে প্রবীণদের সংখ্যা বাড়ছে, শিশুদের সংখ্যা কমছেঃ প্রকাশিত হলো শহরের র‍্যাঙ্কিং

সর্বশেষ ২০২১ সালের জনশুমারির তথ্য অনুযায়ী নর্থাম্বারল্যান্ডের জনসংখ্যা ১.৪% বেড়েছে। ২০১১ সালে যেখানে জনসংখ্যা ছিল প্রায় ৩,১৬,০০০, ২০২১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩,২০,৬০০-তে।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ONS) জানায়, উত্তর-পূর্ব ইংল্যান্ডের ১২টি স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে নর্থাম্বারল্যান্ড সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে প্রতি বাসিন্দার জন্য প্রায় দুইটি ফুটবল মাঠের সমান জায়গা রয়েছে।

জনশুমারির তথ্য থেকে দেখা যাচ্ছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের সংখ্যা ২৮.৯% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ১৫ থেকে ৬৪ বছর বয়সীদের সংখ্যা ৫.৯% এবং ১৫ বছরের নিচে শিশুদের সংখ্যা ৩.৪% হ্রাস পেয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, নর্থাম্বারল্যান্ডের ২৯টি বৃহত্তম শহরের মধ্যে প্রথম স্থানে রয়েছে ব্লাইথ (Blyth)। শহরটির জনসংখ্যা বর্তমানে ৩৯,৭৩২, যা ২০১১ সালের ৩৭,৪৬৫ থেকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে ক্রামলিংটন (Cramlington), যার বর্তমান জনসংখ্যা ২৮,৮৪৩। এটি ২০১১ সালের ২৮,৩৯৫ থেকে সামান্য বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে আছে অ্যাশিংটন (Ashington), যার জনসংখ্যা ২৮,২৭৮। ২০১১ সালে এই সংখ্যা ছিল ২৭,৭৮৯।

তালিকার চতুর্থ শহর বেডলিংটন (Bedlington), যেখানে জনসংখ্যা সামান্য কমে দাঁড়িয়েছে ১৬,১৯৩, যা ২০১১ সালের ১৬,৩৪৮ থেকে হ্রাসপ্রাপ্ত।

বাকি ২৫ শহরের তথ্যও প্রকাশ করা হয়েছে, যা নর্থাম্বারল্যান্ডের জনসংখ্যা পরিবর্তনের প্রবণতা এবং ভবিষ্যতের পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্রঃ নর্থাম্ব্রিয়া গ্যাজেটস

এম.কে
০২ আগস্ট ২০২৫

আরো পড়ুন

প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে কথা কাটাকাটির জেরে হাউজকিপারের পদত্যাগ

সিসেস্টারে হিন্দু সম্প্রদায় রিভিউ বয়কট করতে প্রস্তুত

যুক্তরাজ্যে ইমিগ্রেশন নিয়মে বড় পরিবর্তনঃ বন্ধ হচ্ছে বিদেশি কেয়ার ওয়ার্কার নিয়োগ