যুক্তরাজ্যের নিট অভিবাসন আবারও কোভিড-পূর্ব অবস্থার কাছাকাছি নেমে এসেছে বলে বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে। দেশে আগত ও দেশ ছাড়ার সংখ্যার পার্থক্যের ভিত্তিতে নির্ধারিত এই নিট অভিবাসন দীর্ঘ সময় পর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা চলমান নীতি পরিবর্তন ও কঠোর অভিবাসন ব্যবস্থার প্রতিফলন বলে বিশ্লেষকদের মত।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, নিট অভিবাসনের এই কমে আসা প্রবণতা সামগ্রিক অভিবাসনের এক বিস্তৃত চিত্র তুলে ধরে। সাম্প্রতিক মাসগুলোতে নতুন আগমনের সংখ্যা হ্রাস পেলেও দেশত্যাগীর সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে নিট হিসাব সংকুচিত হয়েছে। বিশেষত উচ্চ দক্ষতা, পড়াশোনা এবং পারিবারিক ভিসা ক্যাটাগরিতে আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য পতন দেখা গেছে।
অন্যদিকে ছোট নৌকায় করে আগত অনিয়মিত অভিবাসীদের সংখ্যাও গত বছরের তুলনায় কমেছে। কঠোর সীমান্ত তদারকি, সমুদ্রপথে নজরদারি বৃদ্ধি এবং ফ্রান্সের সঙ্গে যৌথ অভিযান জোরদার হওয়ার ফলে সামুদ্রিক অবৈধ প্রবেশ কমেছে বলে অভিবাসন দপ্তরের ধারণা।
এদিকে ভিসা প্রদানের সর্বশেষ পরিসংখ্যান দেখায়, কাজ, শিক্ষা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে অনুমোদিত আবেদন কমেছে। বিশেষ করে শিক্ষার্থী ভিসা নীতিতে পরিবর্তন ও ডিপেন্ডেন্ট ভিসা সীমিত করার সিদ্ধান্ত এর ওপর বড় প্রভাব ফেলেছে। ব্যবসায়িক ভিসার ক্ষেত্রেও সামান্য পতন লক্ষ্য করা গেছে, যা যুক্তরাজ্যের উচ্চ মজুরি-নিম্ন অভিবাসন নীতির দিকেই ইঙ্গিত করে।
সামগ্রিকভাবে নিট অভিবাসনের এই কমে যাওয়া যুক্তরাজ্যের বর্তমান অভিবাসন নীতির সফলতা নির্দেশ করে কি না, সেই প্রশ্ন এখন দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে। সরকার একে ইতিবাচক সংকেত হিসেবে দেখলেও বিশেষজ্ঞরা বলছেন, শুধু সংখ্যা কমানোই সমাধান নয়—বরং অর্থনীতি, শ্রমবাজার ও আন্তর্জাতিক ছাত্রনীতি কীভাবে প্রভাবিত হচ্ছে তা বিস্তারিত মূল্যায়ন করা জরুরি। পরিপূর্ণ তথ্য জানতে লিংকে ক্লিক করুনঃ
https://www.bbc.com/news/
সূত্রঃ বিবিসি
এম.কে

