TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে পণ্যের মূল্য বৃদ্ধির পরিকল্পনা ব্যবসায়ীদের, কর-বেতন বৃদ্ধির চাপ

যুক্তরাজ্যের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগামী তিন মাসে পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে। ব্যবসায়ীরা বলছেন, কর বৃদ্ধি এবং উচ্চ বেতন কাঠামোর চাপ তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। ব্রিটিশ চেম্বারস অফ কমার্সের (BCC) সর্বশেষ জরিপে উঠে এসেছে, বেশিরভাগ কোম্পানির আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ব্রিটিশ চেম্বারস অফ কমার্সের ৪,৮০০টির বেশি প্রতিষ্ঠানের উপর পরিচালিত জরিপ অনুযায়ী, ৫৫% ব্যবসা প্রতিষ্ঠান আগামী তিন মাসে মূল্য বৃদ্ধির পরিকল্পনা করেছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে তারা জাতীয় বিমা (NIC) বৃদ্ধির ঘোষণা এবং ন্যূনতম মজুরি বৃদ্ধিকে দায়ী করেছে। গত বছরের শেষের দিকের বাজেটে এই পরিবর্তনগুলোর ঘোষণা আসে, যা অনেক ব্যবসার জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।

BCC-এর জরিপে দেখা গেছে, ৬৩% প্রতিষ্ঠান কর নিয়ে উদ্বিগ্ন, যা ২০১৭ সালের পর সর্বোচ্চ। এদিকে, ব্যবসায়িক আস্থা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যেখানে ৪৯% প্রতিষ্ঠান পরবর্তী বছরে বিক্রি বৃদ্ধির আশা করছে।

ডেনরয় গ্রুপের প্রধান নির্বাহী কেভিন ম্যাকনামি বলেছেন, “ন্যূনতম মজুরি এবং জাতীয় বিমা বৃদ্ধির প্রভাব আমাদের মতো প্রতিষ্ঠানের জন্য কয়েক লাখ পাউন্ড অতিরিক্ত ব্যয় বয়ে আনবে।” তিনি জানান, উচ্চ খরচ সামাল দিতে তাদের কিছু পণ্যের দাম বাড়ানো প্রায় অনিবার্য হয়ে পড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, এই বাজেট তাদের বিনিয়োগে উৎসাহ দেওয়ার পরিবর্তে চাপ তৈরি করেছে। অনেক প্রতিষ্ঠান কর্মী সংখ্যা কমানোর কথা ভাবছে, কিংবা নতুন নিয়োগ বন্ধ রেখে উৎপাদনশীলতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে।

অন্যদিকে, অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আমরা একটি দীর্ঘমেয়াদি বাজেট ঘোষণা করেছি যা ব্যবসার স্থিতিশীলতা নিশ্চিত করবে।” তিনি জানান, বেশিরভাগ নিয়োগকর্তা জাতীয় বিমা বিলের কোনো পরিবর্তন অনুভব করবেন না বা তা হ্রাস পাবে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, ব্যবসাগুলোর এই পদক্ষেপ যুক্তরাজ্যের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে। যদিও সরকার বলছে তারা দীর্ঘমেয়াদি উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছে, ব্যবসায়ীদের উদ্বেগ দূর করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্রঃ বিবিসি

এম.কে
০৭ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

‘খাবার জোটাতে অপরাধ করলে পুলিশকে মানবিক হতে হবে’

অনলাইন ডেস্ক

ভুয়া আশ্রয় আবেদন নিয়ে তদন্ত করছে সলিসিটর রেগুলেশন অথোরিটি

ভিসা রিনিউয়ের ক্ষেত্রে নতুন বেতনের প্রান্তিকতা প্রদর্শন কর‍তে হবে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী