যুক্তরাজ্যে জন্ম নেওয়া ছেলেদের মধ্যে পরপর দ্বিতীয় বছরের মতো সবচেয়ে জনপ্রিয় নাম হয়েছে মুহাম্মদ। আজ প্রকাশিত অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ONS) নতুন পরিসংখ্যান অনুযায়ী এই তথ্য জানা যায়।
মুহাম্মদ অন্য সব শিশুর নামকে ছাড়িয়ে গেছে, ৫,৭২১ ছেলেকে এই নাম দেওয়া হয়েছে। মুহাম্মদ নামটি নোয়া-কে (৪,০০০-এর বেশি শিশু) দ্বিতীয় স্থানে এবং অলিভার-কে (৩,০০০-এর বেশি শিশু) তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে। শীর্ষ ১০-এ আরও রয়েছে আর্থার, লিও, জর্জ, লুকা, থিওডোর, অস্কার এবং আর্চি।
মেয়েদের নামের ক্ষেত্রে, অলিভিয়া শীর্ষে, এরপর আমেলিয়া, লিলি, আইলা এবং আইভি। টানা তৃতীয় বছরের মতো অলিভিয়া এবং আমেলিয়া শীর্ষ দুই স্থানে রয়েছে, তবে আইলা তৃতীয় স্থান থেকে সরে গিয়ে লিলি-র কাছে স্থান হারিয়েছে।
ব্রিটেনে মুসলিম জনসংখ্যা সাম্প্রতিক কয়েক দশকে দ্রুত বেড়েছে। ২০০১ সালের জনগণনা অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে ৩% মানুষ নিজেদের মুসলিম হিসেবে চিহ্নিত করেছিলেন, ২০১১ সালে তা বেড়ে দাঁড়ায় ৪.৮%। ২০২১ সালের জনগণনায় এ সংখ্যা আরও বেড়ে ৬.৫% বা ৩.৯ মিলিয়নে পৌঁছায়।
২০১৪ সালে, যখন বেবিসেন্টারের তালিকায় মুহাম্মদ ছেলেদের জন্য শীর্ষ স্থানে ছিল, তখন জনসংখ্যা গবেষণার বিশেষজ্ঞ এবং ইউনিভার্সিটি অব এসেক্সের অধ্যাপক ডেভিড ভোয়াস চ্যানেল ফোরের ফ্যাক্ট চেকের সঙ্গে তার মতামত শেয়ার করেন।
তিনি ব্যাখ্যা করেন, এই নাম এবং এর বানানের বিভিন্ন রূপ এক বিশেষ জনগোষ্ঠীর মধ্যে অত্যন্ত জনপ্রিয় হওয়ায় এটি তালিকার শীর্ষে উঠে আসে।
তিনি বলেন, “মূলত, এখন প্রায় ২% ছেলে শিশুর নাম মুহাম্মদ। এর কারণ হলো মুসলিম নামের বৈচিত্র্য তুলনামূলকভাবে কম, যেখানে অমুসলিম নামের ক্ষেত্রে প্রচুর বৈচিত্র্য রয়েছে।
মুসলিম পরিবারে জন্ম নেওয়া শিশুদের অনুপাত এখন প্রায় ৯ বা ১০% – তাদের একটি উল্লেখযোগ্য অংশ মুহাম্মদ নামটি পায়।”
সূত্রঃ দ্য এক্সপ্রেস
এম.কে
০১ আগস্ট ২০২৫