3 C
London
February 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে পাঁচ দিনের শৈত্যপ্রবাহ সতর্কতাঃ তুষারপাতের সম্ভাবনা, প্রতিবেশীদের খোঁজ নিতে পরামর্শ

ব্রিটেনের জনগণকে প্রতিবেশীদের খোঁজ নিতে বলা হয়েছে। এরমধ্যে পাঁচ দিনের ঠান্ডা আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মেট অফিস সতর্ক করেছে যে তাপমাত্রা হ্রাস পাওয়ায় জীবনঝুঁকি বাড়বে এবং সপ্তাহান্তে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

ফেব্রুয়ারির ৭ তারিখ সকাল ৯টা থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ইংল্যান্ডের উত্তর ও দক্ষিণ অংশে চারটি হলুদ সতর্কতা (Yellow Cold Health Alerts) জারি করা হয়েছে।

জাতীয় আবহাওয়া সংস্থাটি জানিয়েছে তুষার ও বরফ জমার মতো শীতল ঝুঁকি রয়েছে। তাছাড়া যুক্তরাজ্যের পূর্ব দিক থেকে প্রবাহিত ঠান্ডা বাতাস নিম্ন তাপমাত্রার কারণ হতে পারে।

এটি স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতকে প্রভাবিত করবে, কারণ অধিকসংখ্যক মানুষ সহায়তার জন্য এসব পরিষেবার দিকে ঝুঁকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কোন এলাকাগুলোতে সতর্কতা?

ইয়র্কশায়ার ও হাম্বার,

উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম ইংল্যান্ড,

দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কিছু অংশ,
এসব এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

ওয়েলসে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা ১°C পর্যন্ত নেমে যেতে পারে।

যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি ব্রিটিশদের প্রতিবেশীদের খোঁজ নিতে বলেছে, কারণ বয়স্ক ও অসুস্থ মানুষদের মৃত্যুঝুঁকি বেড়ে যেতে পারে ঠান্ডার কারণে।

বিশেষ করে, ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরা এবং হার্ট বা রক্তসংবহনজনিত সমস্যায় ভুগছেন এমন মানুষদের জন্য ঠান্ডা আবহাওয়া বিপজ্জনক হতে পারে।

সপ্তাহজুড়ে আবহাওয়ার পূর্বাভাসঃ

দূরপাল্লার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী,

হালকা তুষারপাত ও বৃষ্টি হবে তবে সপ্তাহের শেষের দিকে আবহাওয়া শুষ্ক হবে।

মেট অফিসের প্রধান আবহাওয়াবিদ পল গানডারসেন বলেছেন:
“শুক্রবার ও সপ্তাহান্তে কিছু এলাকায় বৃষ্টি এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, তাপমাত্রা কমার কারণে কিছু এলাকায় তুষারপাত বা শিলাবৃষ্টি হতে পারে। বিশেষ করে যুক্তরাজ্যের মধ্য ও দক্ষিণাঞ্চলের উঁচু জায়গাগুলোতে। পূর্ব দিক থেকে প্রবাহিত ঠান্ডা বাতাস শীতের তীব্রতা আরও বাড়াবে।”

যুক্তরাজ্যের উত্তর-পশ্চিম অঞ্চলে সবচেয়ে পরিষ্কার ও রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে।

কিছু এলাকায় বরফ জমতে পারে এবং রাতের বেলা তীব্র ঠান্ডা পড়বে।

যদিও বেশিরভাগ এলাকায় আবহাওয়া খুব বেশি বিপর্যয়কর হবে না, তবুও মেট অফিসের জাতীয় গুরুতর আবহাওয়া সতর্কতার জন্য ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে এই সপ্তাহের শুরুতে মেট অফিস ৬০ মিমি পর্যন্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছিল, যা যুক্তরাজ্যের বিভিন্ন অংশে বন্যার কারণ হয়েছে।

বৃষ্টির এই প্রবাহ ইংল্যান্ড ও ওয়েলসের পূর্ব দিকে অগ্রসর হয় এবং উত্তরাঞ্চলে প্রবল ঝড়ো বৃষ্টি হয়।

পরিবেশ সংস্থা (Environment Agency) ইংল্যান্ডজুড়ে ৪০টি বন্যা সতর্কতা ও ৮টি সতর্কবার্তা জারি করেছে।

স্কটল্যান্ডের পরিবেশ সংস্থা (Scottish Environment Protection Agency) ৫টি সতর্কতা ও ২টি সতর্কবার্তা জারি করেছে।

সূত্রঃ দ্য সান

এম.কে
০৭ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

সাউথ লন্ডনের একটি রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

লরি ড্রাইভারদের জন্য অস্থায়ী ভিসা চালু করবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

সব ধর্মাবলম্বীদের মাঝে ইসলাম ছড়িয়ে দিতে ব্রিটেনের মসজিদগুলোর দারুণ উদ্যোগ